আমাদের কথা খুঁজে নিন

   

মোবাইল জানুন ঘরে বসে

অজানা গন্তব্যহীন পথে হঠাৎ নানা ক্ষুদ্র, মাঝারি, বৃহৎ উদ্দ্যেশ্যের জন্ম হয় নিজের মাঝে, । সেই গন্তব্যহীন পথে নানা নতুন নতুন উদ্দ্যেশ্যের পিছনে আমার ছুটে চলা, আমার বিরামহীন পথ চলা।

একসময় মোবাইলে ক্যালকুলেটর, ভয়েস রেকর্ড এবং ক্যালেন্ডার থাকলে তার ছিল আকাশ ছোঁয়া জনপ্রিয়তা। বর্তমানে মোবাইল ফোন দিয়ে কি করা যাবে না সেটা ভাবার সময় নেই। ভিডিও ক্যামেরা, হাই¯িক্সড ইন্টারনেট, এফএম রেডিও, স্যাপস এখন সবই যুক্ত আছে মোবাইল ফোনে।

বিভিন্ন মোবাইলের ব্যবহার সুবিধা জানার জন্য এখন আর মার্কেটে ঘুরতে হবে না। ঘরে বসে নিজের ক¤িক্সউটারে মাধ্যমে জানতে পারবেন বিভিন্ন হ্যান্ড সেটেরে বৈশিষ্ট্য। জিএসএস হ্যান্ড সেট স¤ক্সর্কে বি¯ারিত জানতে হলে শুধু জনপ্রিয় জিএসএম এরিনা ((http://www.gsmarena.com) সাইটে প্রবেশ করলেই হবে। এমনকি সেটাকে মাউস পয়েন্টারের সাহায্যে ড্রাগ করে মানিটরের পর্দায় সহজেই উপর নিচ বা ডানে-বামে ঘুরিয়ে দেখতে পারবেন। প্রতিনিয়ত বিশ্ববাজারে আসা মোবাইল ফোনের আপডেট খবরা খবর জানতে পারবেন এই সাইটে।

মোবাইল বার্ন হ্যান্ড সেট স¤ক্সর্কে পুরোপুরি তথ্য জানতে ((http://www.mobileburn.com) মোবাইল বার্ন হ্যান্ডসেট ওয়েব সাইটটি অনন্য। ভাল থিমের ওপর তৈরি এই সাইটে মোবাইলের সর্বশেষ তথ্য, বিশেষজ্ঞ মতামত, রিভিউ সবই জানা যাবে। এতে রয়েছে ভিডিও শেয়ারিং সুবিধা। মোবাইলে ফোন স¤ক্সর্কে বিস্তারিত জানতে ( ওয়েবসাইটটিও দারুন। এতে মোবাইলের সর্বশেষ খবর ছাড়াও থাকবে রিকমেন্ড কিছু হ্যান্ডসেটের খবরা খবর।

সিমবিয়ান মোবাইল সম্পর্কে একটা উন্নত ধারণ পাবেন http://www.phonearena.com) )অল অব্যাউট সিমবিয়ান ওয়েব সাইটে। আপনার সিমবিয়ান সেটে সফটওয়্যার নির্বাচনে এটি একটি ভাল দিক। ব্লুটুথ ওয়্যারলেস পদ্ধতি ব্যবহার করে সফটওয়্যার ক¤িক্সউটারে ডাউনলোড করে মোবাইলে প্রবেশ করানো সম্ভব। তাছাড়া বিভিন্ন হ্যান্ড সেটের রিংটোন, ওয়েলপেপার, মিউজিক, ভিডিও, এবং সফটওয়্যার ডাউনলোড করে আপনার মোবাইলে প্রবেশ করাতে পারেন ((http://www.mobile.i.com) এ প্রবেশ করে। ফাইল ডাউনলোড করা যাবে বিনা মল্যে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.