আমাদের কথা খুঁজে নিন

   

বিলাতে বাংলদেশী শিক্ষার্থীদের ব্যাপারে কথা বলেছেন প্রধানমন্ত্রী হাসিনা

থেমে যাবো বলে তো পথ চলা শুরু করিনি।

যারা সংবাদ পড়তে ভালবাসেন, তারা এরই মধ্যে আজকের দিনের সর সংবাদপত্র পড়ে ফেলেছেন। আর যারা পড়তে চান না, তারা ব্লগ থেকে ব্লগে ঘুরে বেড়াচ্ছেন। এই ঘোরাঘুরির ভেতর দিয়ে তাঁরা বিভিন্ন সময়ের সংবাদ বা তাজা খবর, যাকে এখন আমাদের চ্যানেলগুলো বলে থাকে ‘ব্রেকিং নিউজ’ তা পড়তে পারছেন। আমাদের প্রধানমন্ত্রী এখন লন্ডনে, আশরাফ সাহেবের প্রিয় শহর।

শেখ সাহেবের কনিষ্ঠ কন্যার আবাসস্থল। আমাদের মুক্তিযুদ্ধের সময়কার সবচেয়ে বড় ঘাঁটি। এখনও আমাদের দেশের লোকেরা লন্ডনে পড়তে যেতে চায়, কেননা তারা মনে করে সেখানে একবার গেলে বোধহয় কাজের অনেক সুযোগ পাওয়া যাবে। আসলে লন্ডনে কিছুই নাই এখন। তারা আমাদের বোকা ভেবে গেল ২০০৯ সালের শেষে একটা চরম বাণিজ্য করেছে।

আমাদের গাধা ছাত্ররা সেই টোপ দেখে চলে গেছে। সে সময় ব্রিটিশদের অর্থনৈতিক করূণদশা থেকে আমাদের গরীব ছাত্ররাই তাদের উদ্ধার করেছে। একবার উদ্ধার পাবার পরে তারা এমন কিছু আইন-কানুন বানিয়েছে, যাতে করে আমাদের ছাত্ররা সে দেশে থাকতে না পারে, পড়তে না পারে। আমাদের প্রধানমন্ত্রী ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে দেখা করে শিক্ষার্থীদের সমস্যা সমাধানের উপরে জোর দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে ধন্যবাদ।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।