আমাদের কথা খুঁজে নিন

   

আশরাফুলের চোখের চিকিৎসা চলছে বিলাতে !!! বাংলাদেশের আই স্পেশালিষ্টরা কি দোষ করলো ???

ছাগু তোষণ নীতি নির্ভর মডারেশন প্রক্রিয়াকে ধিক্কার জানাই. ব্লগের এক কোনায় জেনোসাইড বাংলাদেশের লোগো ঝুলিয়ে ছাগু তোষণ নীতির নামে ভন্ডামি বন্ধ করুন... নইলে এই মডারেশন নীতি নিয়ে মুক্তিযুদ্ধের পক্ষে থাকার নাটক বন্ধ করুন.. ব্লগ পর্যবেক্ষনে, আপাতত শুধু কমেন্টাই..
বাংলাদেশ দল ফিরত আসছে ... নির্লজ্জতম হারের পর দেশে আসছে তাও কোচ আর ক্যাপ্টেন রে ছাড়া ইহার মইদ্ধ্যে আমাগো কাপ্তানের তো বিশাল প্রবলেম। উনার চোখ দিয়ে নিয়মিত পানি পড়তাছে তয় এই পানি দেশের মাইনসের আশার বারোটা বাজানোর লিগা না... এই পানি এমনি এমনি পড়তাছে... এইজন্য আমাগো আশার ফুল হতাশ হইয়া বিলাতে বইসা আছে ডাকতর দেখাইবো এর লিগা... ডাক্তরে কইছে ড্রপ দিতে। আসুন আমাগো ক্যাপ্টেন সাবের আশু রোগ মুক্তির লিগা মোনাজাতে হাত তুইলা দোয়া করি.... উনার চোউখ ভালো হইয়া যাক, ভালো চোউক্ষে যেনো উনি আরো ভালো কইরা বল দেখতে পান আর বেশি বেশি ক্যাচ দিয়া ম্যাচ হারাইতে পারেন বলেন আমিন... সিডন্স আর সাকিবও আসে নাই... সিডন্স এর প্রথম বাচ্চা, নাহয় সেই বাচ্চার মুখ দেখতে গেছে... সাকিবের ইনজুরি অনেকদিনের, সে নাহয় ইন্জেকশন নিতে গেছে... কিন্তু চোখের এরকম ছোটো খাটো সমস্যা কি আমাদের দেশের হাজার হাজার চক্ষু বিশেষজ্ঞদের কেউই সমাধান করতে পারতেন না? এই দু:সময়ে দলের সাথে দেশে না ফিরে আশরাফুল কি উদাহরণ রাখলেন কে জানে? তবে আফসোস আমাদের দেশের ডাক্তারদের জন্য... আচ্ছা জাতীয় দলের ক্যাপ্টেন যদি না হতে পারতেন অথবা যদি জাতীয় ক্রিকেট দলের ক্যাপ্টেন না হয়ে বরং ফুটবল কিংবা কাবাডী দলের ক্যাপ্টেন হতেন তবে আশরাফুল চোখের পানি পরার জন্য আদৌ কি দেশেরই কোনো নামকরা ডাক্তারের কাছে নিয়মিত যেতে পারতেন ??!!?? কাল আয়ারল্যান্ডের সাথে ভারতের ম্যাচের কিছু হাইলাইটস দেখলাম... দেইখা আগের দিনের হারের রাগটা আবার জাইগা উঠছে... এরকম একটা টিমের কাছে হারলো?????????????
 


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.