আমাদের কথা খুঁজে নিন

   

বিলাতে ইন্টারনেট কানেকশন পাইনা



কাজের জন্য বিলাতে আসি কিন্তু বারে বারেই কেন জানি ঘাবড়াইয়া যাই। এইবার সমস্যা হইল যে হোটেল রুমে আমার ল্যাপটপে ইন্টারনেট কানেকশন পাইনা। বিলাতের হোটেলেতো আমাদের এশিয়ার মতো ভালো না, কেমন কেমন জানি। যাই হোক শাদা টেকনিক্যাল ব্যাক্তিটা রুমে আইসা কিছুক্ষণ টিপাটিপির (ল্যাপটপকে) পর জানাইলেন যে আমার ল্যাপটপে কানেকশন পাওয়া যাইবো না, ক্যান যাইবো না হে জানেনা। কি আর করা, হোটেলের কমন স্পেসে আইসা একটু আপনাদের সাথে যোগাযোগ করলাম।

একটা গেরামের হোটেলে আইনা রাখছে আমগোরে, শহর এইখান হইতে বলে সাত মাইল দুরে। কিছুই করনের নাই। ভাবলাম সামুর ভাই বোনেগোর খবর নিলে বরং মনটা ভালো লাগবো। এত রাইত হইল, আন্ধার হয়না। খাওয়া দাওয়ার টাইমও বুঝিনা।

আবহাওয়াডা অবশ্যি ভালোই লাগতাছে। ঢাকার মত চিপচিপি গরম লাগতাছেনা। তারপর ও ঢাকা হইল ঢাকা, এর উপর তো আর কিছু নাই।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।