বাংলাদেশের অর্থনীতির মুল চালিকা শক্তি হলো প্রবাসীদের কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা। আর এর বেশীরভাগই আসে সৌদি আরব থেকে। কিন্তু বর্তমানে সৌদি প্রবাসী বাংলাদেশীরা প্রতিটা পদে পদে বাধার সম্মুখিন। বাধা আর বাংলাদেশ যেন এক সুত্রে গাঁথা
আমি তেমন কিছু সমস্যা তুলে ধরলাম
১.সৌদি ইমিগ্রেশন পুলিশ (জাওয়াজাত)বিনা কারনে বৈধ বাংলাদেশীদের আটক করে অমানুষিক নির্যাতন করে জেল এ নিয়ে যায় রেসিডেন্সিয়াল পারমিট (আকামা)থাকার পরও। অনেক সময় রেসিডেন্সিয়াল পারমিট (আকামা)থাকলেও ইমিগ্রেশন পুলিশ সেটা কেড়ে নিয়ে সেই বাংলাদেশীকে অবৈধ বানিয়ে দেয়।
তারপর আটক করে। ঠিক একই সমস্যায় অন্যদেশীদের ক্ষেত্রে ইমিগ্রেশন পুলিশ ১০০ ভাগ নিষ্কৃয়।
২.বেতন সংক্রান্ত সমস্যা আরো প্রকট। একজন কর্মী যখন সারা মাস কাজ করে কিন্তু মাস শেষে বেতন পায়না তখন কেমন লাগে?তাও আবার ১/২ মাস না। অনেক মাস।
সেই শ্রমিক যখন বেতন ভাতা নিয়ে নিয়োগদাতার কাছে অভিযোগ করে, বেতন দেয়াতো দুরে থাক উল্টো সৌদি আরব থেকে বহিঃস্কার করার হুমকি দেয়। তখন সেই শ্রমিক হুমকিতে চুপসে যায়। কারন তার মাথায় হয়তো ঋণের বোঝা। আর এভাবে এই সমস্যাটা আডাল থেকে যায়।
৩.এক নিয়োগদাতা থেকে অন্য নিয়োগদাতার কাছে স্পন্সরশীপ পরিবর্তন বাংলাদেশী নাগরিকদের জন্য বন্ধ।
কিন্তু অন্যদেশীদের জন্য চালু। একটা কোম্পানীতে বাংলাদেশীরা আসে নিজ টাকা খরচ করে আসে,আর ফিলিপাইনিরা বা অন্যদেশীরা আসে নিয়োগদাতা কোম্পানীর টাকায়,সাথে তাদের জন্য অনেক সূযোগ। যদিও বাংলাদেশী ও ফিলিপাইনি বা অন্যদেশীরা একই পদে নিয়োগকৃত।
৪.বাংলাদেশীরা প্রতিনিয়ত মিডিয়া সন্ত্রাসসের শিকার। এখানে বেশীরভাগ সাংবাদিক ভারতীয় বা অন্যদেশী।
কোন বাংলাদেশী অপরাধ করলে সেটা পত্রিকায় খুব বেশী প্রচারিত হয়। ভারতীয় বা অন্যদেশীরা অপরাধ করলে পত্রিকায় সেটা বাংলাদেশীরা করেছে বলে প্রচারিত হয়। আমি youtube এ একটা video clip দেখছি যে,পাকিস্তান ও ভারতীয়দের বাংলাদেশী বলে প্রচার করছে। সে কারনে সৌদি ইমিগ্রেশন পুলিশ ,নিয়োগদাতা বা সংশ্লিষ্ট সবাই বাংলাদেশীদের ব্যাপারে কঠোর। এটাই বাংলাদেশীদের প্রধান প্রতিবন্ধকতা।
পরিশেষে নিজের সম্মুখিন হওয়া একটি সমস্যার উদাহরন দিয়ে লেখা শেষ করতে চাই। রিয়াদস্থ একটা কোম্পানীতে আমি লক্ষাধিক টাকা বেতনে চাকরীর জন্য ইন্টারভিউতে নির্বাচিত হয়েছিলাম। কিন্তু যখন নিয়োগ পত্র আনতে গেলাম তখন ঐ কোম্পানী আমাকে জানালো যে, তারা কোন বাংলাদেশীকে নিয়োগ দেবেনা। শুধু বাংলাদেশী বলে আমার যোগ্যতা থাকা সত্বেয় আমাকে প্রত্যাখান করলো। বাংলাদেশী হওয়াটা কি আমার অযোগ্যতা, না কি অপরাধ?
Yesterday(26/01/2011) i went for a interview in Mobily(saudi arabina 2nd largest 3.5G mobile operator).when recruiting officer saw my passport.he denny me,becoz i m bangladeshi
সৌদি আরব প্রবাসী বাংলাদেশীরা এ ব্যাপারে প্রধানমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রী এবং প্রবাসী কল্যাণ মন্ত্রীর আশু ও ত্বরীত পদক্ষেপ কামনা করছি,সাথে রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস যেন আরো কার্যকর হয়।
না হলে দেশের অর্থনীতিতে এর মারাত্বক প্রভাব পড়বে।
Our ministry don’t care about worker of Middle East, specially Saudi Arab. All ministry care to the worker of Europe and America. They thought they r qualified. But 25% of total remittance is from Saudi Arab. If government doesn’t feel this problem our economy will face a big problem. I am working as free launcher worker. Now I m working in a computer importer company as a senior corporate sales executive. But this is not my sponsor. My sponsor is from another city of Saudi Arab. Normally residence permit renew fee is 750 riyals/year (13500 BDT). just last may 2010 my sponsor took 5500 riyals/year (100000 BDT). I have to must give him if I want to stay in Saudi Arab. So every year I lost 86000 BDT. If we can change our sponsor, we can save this amount and we can send it to Bangladesh. So how much money we lost per year, government should calculate it.
আমাদের শ্রম বাজার হারানোর জন্য আমরাই দায়ী। কিছু সংখ্যক অপরাধীর কারনে বাংলাদেশীরা সমস্যার সম্মুখিন
হচ্ছে। ০.৫% এর কারনে বাকী ৯৯.৫০% ভালো মানুষ suffer করছে। প্রবাসে এসে কেন আমরা আওয়ামীলীগ বা
BNP নিয়ে মারামারী করবো?কেন এলাকা ভিত্তিক সংগঠন করে চর দখলের মত প্রবাসেও দখলবাজী করবো?
আমরা কি প্রবাসে রাজনীতি করতে এসেছি,দখলবাজী করতে এসেছি? নাকি দেশের মান সন্মান উজ্জ্বল রেখে
দেশের জন্য,পরিবারের জন্য কাজ করতে এসেছি??বাংলাদেশে যারা অপরাধের সাথে জড়িত ছিলো তারাই এখানে
এসে সহজে অপরাধে যুক্ত হয়।
তাই তাদেরকে প্রবাসে পাঠানোর আগে যাচাই বাচাই করে পাঠানো হোক i আমরা চাই
আমাদের পাসপোর্ট,পতাকার সন্মান এবং বাংলাদেশের নাম সবার উপরে থাকুক,
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।