আকাশ মেঘে ঢাকা..ঢেকে যায় সব রোদ..ছায়া ছায়া অন্ধকারে..পুড়ে যায় সব রোদ...
বর্তমান পৃথিবীতে সামরিক শক্তির দিক দিয়ে সবচেয়ে শক্তিশালী তিনটি দেশ হলো আমেরিকা, রাশিয়া এবং চীন। যুদ্ধক্ষেত্রে অন্যতম একটি শক্তিশালী অস্ত্র হচ্ছে ট্যাংক। নীচে আমরা এই তিনটি দেশের তৈরী তিনটি সবচেয়ে শক্তিশালী ট্যাংক সম্পর্কে জানবো...
রাশিয়া
T-90S
T-90S হচ্ছে সবচেয়ে এ্যাডভান্সড রাশিয়ান T-সিরিজ ট্যাংক। এতে আছে ইমপ্রুভড ফায়ারপাওয়ার, মোবিলিটি এবং প্রটেকশন সিস্টেম। এটি রাশিয়ার Nizhnyi Tagil এলাকায় অবস্থিত Uralvagonzavod ফ্যাক্টরীতে তৈরী করা হয়েছে।
এটি অফিসিয়ালী রাশিয়ান আর্মড ফোর্সে সার্ভিসে আসে ১৯৯২ সালে।
• ক্রু ৩ জন
• কমব্যাট ওয়েট 46.5 টন
• 4-stroke V-84ms diesel engine with 849hp
• ফুয়েল ক্যাপাসিটি 1600 L
• রেঞ্জ Paved রোডে 650 km এবং Unpaved রোডে 600 km
• এভারেজ স্পিড 65 km/h
American Foreign Policy Center এর মতে রাশিয়া বর্তমানে T-90S কে আপগ্রেডিং এর মাধ্যমে নতুন T-95 Black Eagle ট্যাংক বানাচ্ছে। যদিও নির্ভরশীল সূত্র মতে অর্থনৈতিক কারনে রাশিয়া এই প্রজেক্ট আপাতত বাদ দিয়েছে। এই নতুন জেনারেশন ব্যাটল ট্যাংকের কিছু ফিচার হল..
• ডিজেল ইলেকট্রিক প্রপালশান
• 135mm Gun
• 360° সেন্সর এবং ECM(electromagnetic counter measure-An offensive or defensive tactic or device using electronic and reflecting apparatus to reduce the military effectiveness of enemy equipment involving electromagnetic radiation, such as radar, communication, guidance, or other radio-wave devices.) এবং নেটওয়ার্ক ক্যাপাবিলিটি
• প্রো-এ্যাকটিভ ইলেকট্রিক রিএ্যাকটিভ আর্মার
• ওয়েট 55 টন+
• প্রচলিত স্টীল আর্মারের পরিবর্তে সিরামিক এবং ফাইবার আর্মার
• ড্রাইভার এবং গানারের জন্য ভার্চুয়াল রিয়ালিটি টেকনোলোজি
• শুধুমাত্র ২ জন ক্রু
• অটোলোডার এর মাধ্যমে ৩ রকমের অ্যামো লোড করা যাবে
আমেরিকা
M1A2 Abrams
এই মেইন ব্যাটল ট্যাংক General Dynamics Land Systems প্রস্তুত করে ১৯৮৬ সালে। এই কোম্পানি ১৯৭৮ সালে প্রথম M1 ট্যাংক এবং ১৯৮৫ সালে M1A1 ট্যাংক তৈরী করে।
M1A2 Abrams-কে পৃথিবীর অন্যতম শক্তিশালী ট্যাংক হিসাবে ধরা হয়। এতে রয়েছে 120mm M256 smoothbore gun যা ম্যানুফ্যাকচার করে জার্মান কোম্পানি Rheinmetall GmbH। এর ফিচারগুলো হল-
• ৪ জন ক্রু-১ জন ড্রাইভার, ১ জন কমান্ডার, ১ জন গানার এবং ১ জন লোডার
• ওয়েট 69.54 টন
• Ground clearance 0.48 meters
• টপ স্পিড 67.72 km/h.
চীন
Type 99/ZTZ99
এটি তৈরী করে NORINCO কোম্পানী এবং এটি People's Liberation Army এর সবচেয়ে এ্যাডভান্সান্ড MBT(Main battle Tank) । এটি ২০০১ সালে PLA(People's Liberation Army) সার্ভিসে আসে। চীনারা এই ট্যাংক এর firepower mobility এবং Protection এর ক্ষেত্রে চরম উন্নতি সাধন করেছে।
অধিক Production Price ($1.9 million per tank in 1999) এর জন্য মাত্র ২০০ ইউনিট ZTZ99 তৈরী করা হয়। এর ফিচারগুলো হল-
• Dual-Axis Stabilized 125mm/50-Calibre ZPT98 Smoothbore Gun
• এতে আরও আছে Russian anti-tank missiles called 9M119 Refleks । এই মিসাইল 125mm Gun থেকে ফায়ার ক্রা হয়।
• টপ স্পিড 80km/h
• ওয়েট 54 ton
ট্যাংক সম্পর্কিত পরবর্তী পোস্ট:
১. ট্যাংকের জন্মকথা
২. ২য় বিশ্বযুদ্ধে ট্যাংক (১ম কিস্তি)
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।