আমাদের কথা খুঁজে নিন

   

আসছে ১০ জিবি গতিসম্পন্ন ইউএসবি যন্ত্র

পরবর্তী প্রজন্মের ইউএসবি যন্ত্রগুলোর গতি হবে সেকেন্ডে ১০ গিগাবাইট (জিবি)। প্রচলিত ইউএসবি ৩.০ মানদণ্ডের চেয়ে এ গতি দ্বিগুণ বেশি। মানের দিক দিয়ে এটি এখন শীর্ষ চিপ নির্মাতা ইন্টেলের নিজস্ব ইউএসবি প্রযুক্তি থান্ডারবোল্টের সমকক্ষ হয়ে উঠেছে। থান্ডারবোল্ট প্রযুক্তি ব্যবহার করা হয় শুধু অ্যাপলের যন্ত্রগুলোয়। গতি বাড়ার পাশাপাশি ইউএসবি ৩.১-এ আরো বেশকিছু বৈশিষ্ট্য যোগ করা হয়েছে।

এ প্রযুক্তি-সংবলিত তারগুলোর মধ্য দিয়ে এখন থেকে ১০০ ওয়াট বিদ্যুৎ সঞ্চালন করা সম্ভব হবে। তাতে টিভি কিংবা ডেস্কটপ পিসির মতো উচ্চক্ষমতার বিদ্যুৎ ব্যবহারকারী যন্ত্রে সংযুক্ত শনাক্ত করার উপযোগী ইউএসবি ক্যাবলের মাধ্যমে ল্যাপটপও চার্জ করা সম্ভব হবে। পাশাপাশি ৩ দশমিক ৫ ইঞ্চির এক্সটার্নাল হার্ডডিস্কের জন্য বাড়তি বিদ্যুৎ সংযোগের প্রয়োজনীয়তাও ফুরাবে। ২০১৪ সালের শেষদিকে ইউএসবি ৩.১ নির্ভর যন্ত্রপাতি বাজারে পাওয়া যাবে। ২০১৫ সাল নাগাদ এটিই হয়ে উঠবে ইউএসবির মূল মানদণ্ড।

এদিকে একই সময় থান্ডারবোল্টের দ্বিতীয় সংস্করণ নিয়ে আসবে ইন্টেল।

সোর্স: http://news.techzoom24.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.