আটক আলহাজ্ব আলো (৪২) স্থানীয় জামায়াতে ইসলামীর কর্মী বলে জানিয়েছে স্থানীয়রা।
পরে তথ্যমন্ত্রীর নির্দেশে আলোকে ছেড়ে দেয়া হয় বলে জানিয়েছেন কুষ্টিয়া মডেল থানার ওসি শিকদার মশিউর রহমান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তার মোবাইলে বিভিন্ন ধরনের উস্কানিমূলক জিহাদি বক্তব্য ও ওয়াজের ক্লিপ পাওয়া গেছে।”
দুদিনের সফর শেষে জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কুষ্টিয়া থেকে ঢাকা ফেরার পথে শহরের চৌড়হাস মোড়ে এ ঘটনা ঘটে।
কুষ্টিয়া জেলা জাসদের সভাপতি গোলাম মহসীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তথ্যমন্ত্রীকে বহনকারী গাড়িটি চৌড়হাস মোড়ে এলে আলো বিপজ্জনকভাবে এগিয়ে যাওয়ার চেষ্টা করে এবং তথ্যমন্ত্রীকে নিয়ে কটুক্তি করতে থাকে। তা দেখে স্থানীয়রা তাকে আটকে পিটুনি দেয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।