আমাদের কথা খুঁজে নিন

   

ইতালিয়ান ফুটবল অস্কারে আর্জেন্টাইনদের জয়জয়কার

আমি বিনোদন প্রেমী
ইতালির ফুটবলার অ্যাসোসিয়েশনের ভোটে ২০০৯-১০ মৌসুমে বর্ষসেরা ফুটবলারের পুরস্কার উঠেছে আর্জেন্টাইন স্ট্রাইকার ডিয়েগো মিলিতোর হাতে। মৌসুমে ইতালির সেরা কোচ নির্বাচিত হয়েছেন মরিনহো। গত মৌসুমে ইন্টার মিলানকে ‘ট্রেবল’ জিতিয়েছেন মরিনহো। এ কারণে অনেকেই ধারণা করে রেখেছিল, ইতালির ফুটবল অস্কার নামে পরিচিত পুরস্কারটা মরিনহোই পাবেন। তবে মিলিতোর বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার পাওয়াটাকে চমকই বলতে হবে।

ইন্টারের সাফল্যে ডাচ প্লে-মেকার ওয়েসলি স্নাইডারের অবদান আরও বেশি ছিল বলে মনে করেন অনেকেই। মিলিতো ইন্টারের গত মৌসুমের সর্বোচ্চ গোলদাতা (৩০ গোল) ছিলেন। ইতালিয়ান কাপ আর চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ফল-নির্ধারক গোল করেছিলেন। অলিখিত ফাইনালে পরিণত লিগের শেষ ম্যাচেও গোল ছিল তাঁর। পুরস্কার পেয়ে আবেগাপ্লুতই হয়ে পড়েছিলেন মিলিতো।

অনুষ্ঠান মঞ্চে দাঁড়িয়েই জানিয়েছেন নিজের অনুভূতির কথা, ‘দারুণ এক সম্মান এটা। ২০১০ সালটা আমার জন্য স্মরণীয় একটা বছর। ’ আজ মরিনহোর দল রিয়াল স্প্যানিশ কাপের সেমিফাইনালে সেভিয়ার মুখোমুখি। এ কারণে অনুষ্ঠানে যেতে পারেননি। দূর থেকেই জানিয়েছেন ভালো লাগার কথা, ‘অস্কার পাওয়াটা আমার জন্য দারুণ এক ব্যাপার।

’ ইন্টারের শুধু মরিনহো-মিলিতোই নন, পুরস্কার জিতেছেন হুলিও সিজার আর মাইকনও। এই দুই ব্রাজিলিয়ানের মধ্যে সিজার পেয়েছেন বর্ষসেরা গোলরক্ষকের পুরস্কার। আর জুভেন্টাসের বিপক্ষে মাইকনের বিস্ময়কর গোলটি পেয়েছে বছরের সেরা গোলের মর্যাদা। ওয়াল্টার স্যামুয়েল আর গিওর্গিও চিয়েলিনি হয়েছেন সেরা ডিফেন্ডার। তবে ইতালির খেলোয়াড়দের মধ্যে সেরা হয়েছেন উদিনেসের আন্তনিও ডি নাতালে।

গত মৌসুমে ২৯ গোল করেছেন এই স্ট্রাইকার। পালের্মোর হাভিয়ের পাস্তোরে পেয়েছেন বর্ষসেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার। সূত্রঃ Milito, Mourinho win Italian football Oscars Milito, Mourinho win Italian football Oscars
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।