আমাদের কথা খুঁজে নিন

   

ইতালিয়ান কাপ থেকে ছিটকে পড়লো মিলান

বৃহস্পতিবার ঘরের মাঠে দ্বাদশ মিনিটে স্ট্রাইকার মারিও বালোতেল্লির গোলে এগিয়ে যায় ইতালির ঐতিহ্যবাহী দলটি।

কিন্তু বিরতির চার মিনিট আগে স্বাগতিক সমর্থকদের থমকে দিয়ে মিলানের জালে বল জড়ান স্ট্রাইকার লুইস মুরিয়েল।

দ্বিতীয়ার্ধের শুরুতে বেশ কয়েকটি সুযোগ পেয়েছিল মিলান। তবে ৭৮ মিনিটে উল্টো গোল করে বসেন অতিথি স্ট্রাইকার নিকোলাস লোপেস।    

মৌসুমের শুরু থেকে ব্যর্থতার সঙ্গে বসবাস করা মিলানের জন্য এই হার বড় একটা ধাক্কাই বটে। ঘরোয়া লিগ সেরি আয় ইতোমধ্যে শিরোপা লড়াই থেকে ছিটকে পড়েছে; ২০ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে একাদশ স্থানে আছে তারা। শেষ হয়ে গেলো ইতালির দ্বিতীয় গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের শিরোপা স্বপ্নও।

বুধবার প্রথম কোয়ার্টার-ফাইনালে জুভেন্টাসকে ১-০ গোলে হারিয়ে শেষ চারে উঠেছে এএস রোমা।

 


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।