মুভিটা অনেক দিন আগে থেকেই নাকের কাছে ঝোলেছিল। মানে আমি যেখান থেকে মুভি ডাউনলোড করি সেই সাইটে। একদিন দিলাম ডাউনলোড করে। এরপরও বেশ কিছুদিন অবহেলায় পরেছিল। আজ কিমনে করে পুরুনো মুভি ঘাটতে ঘাটতে চোখ পরল।
দেখে ফেললাম মুভিটা।
Unstoppable (2010)
নাম শোনেই বুজতে পারছেন মুভিটা কি নিয়ে। সামান্য ভুলের কারনে চালক বিহিন একটা ট্রেন চলে যায় স্টেশন ছেরে। প্রায় আধা কিলোমিটার লম্বা আর পূরুটাই বিপদজনক ক্যেমিকেলে পূর্ন মালবাহি ট্রেনকে থামানুকে কেন্দ্রকরে এই মুভির কাহিনি গড়ে উঠেছে।
মুভিটির IMDb রেটিং ৭.০/১০ View this link
ডাউনলোড লিঙ্ক যেটা আমার কাছে আছে, সেটা দুই ভাগে ভাগ করা।
সিডি ১
সিডি ২
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।