আমাদের কথা খুঁজে নিন

   

পুরা ভ! থ! চ! খ!

যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে

ঘুম থাইক্কা উইঠ্ঠা দেখি আমার ওয়ালেট নাই। জানালার একটা গ্লাস সরানো এবং সেইখানে একটা লাঠি ঝুলানো! মানে গেছে, নিশিরাতে বাকা পথে। কিন্তু চোরের হতাশ হতে হবে, ওয়ালেটে কোনো টাকা ছিলো না। দৌড়ে নিচে নেমে দুই বিল্ডিং এর মাঝখানের চিপায় ঢুকলাম - যদি এট লিস্ট কার্ডগুলা পাওয়া যায়! আশ্চর্য্য! পুরা মানিব্যাগটাই পেলাম। আনন্দে ডিগবাজি দিয়ে চিপা থেকে বের হয়ে মানিব্যাগ খুলে পুরা ভ! অফিস আইডি, এটিম কার্ডগুলা অর্ধেক করে কাটা! মনে হচ্ছে টাকা না পেয়ে রাগে ক্ষোভে কাচি দিয়ে যত্ন করে কার্ডগুলো কেটে ঝাল মিটিয়েছে চোর ব্যাটা!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।