আমাদের কথা খুঁজে নিন

   

আর একবার কালিগোলা পথে

আমি মুক্ত চিন্তাধারার মানুষ

আর একবার কালিগোলা পথে সদরে আলা পারভেজ অমাবস্যা রাতে,বহুদুর যেতে হবে। ভাবছ,রাস্তায় আমার অপেক্ষায় সোডিয়াম আলোর খাম্বা দাঁড়িয়ে রবে? ভুল,সে পথ ঢাকা মাতৃগর্ভের মত তমস্যায়। ভেবো না যে আমি অনভিজ্ঞ,এবারই প্রথম, এমন বহুপথ আমি হেঁটেছি ,ছমছমে গায়ে জানো তো কালো অন্ধকারে অনেক রকম ভয় আতঙ্ক শরীর জড়াজড়ি করে থাকে দাঁড়ায়ে অচেনা পথিক,গাঢ় ছায়ার মত আসে ধুকপুক হৃদপিন্ড হঠাৎ থেমে থেমে যায় সে পথিকই যখন হাঁটে পাশে পাশে মনে হয় বহুদিন একসাথে হাঁটছি দুজনায়। তারপর পথশেষে ক্ষীণ আলোর রেখা, যেখানে পৌঁছাব বলে আমি পথে নেমেছি- সমস্ত ভয়ংকরত্ব উপেক্ষা করে,একা। সে আলোর মাঝখানে এসে আমি থেমেছি। কিন্তু বোঝো তো,আগেই তো বলা- এবারের পথ আরও দীর্ঘ,আরও বন্ধুর,আরও অন্ধকার এবারের পথে এবারই প্রথম চলা- আরও একবার এ তমস্যা হতে হবে মোর পার।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।