আমাদের কথা খুঁজে নিন

   

ভারতে ২১০০ যুগলের গণবিয়ে



ভারতের একত্রে এবার ২১০০ যুগলের গণবিবাহ অনুষ্ঠিত হবে। এ জন্য চলছে প্রস্তুতি। বিয়ের পাত্র-পাত্রী বিভিন্ন ধর্মের, মতের। বিয়ে উপলক্ষে তাদের অভিভাবকদের উপস্থিত থাকতে বলা হয়েছে। উপস্থিত থাকবেন ধর্মগুরু রামদেব, শ্রী শ্রী রবি শংকর প্রমুখ।

আর এতসব আয়োজন করছেন এমএলএ রবি রানা। তার সঙ্গে আছেন তার প্রেয়সী ভারতের দক্ষিণাঞ্চলের চলচ্চিত্রের এক অভিনেত্রী। আগামী ২রা ফেব্রুয়ারি ওইসব পাত্রপাত্রীর চার হাত এক করে দেয়া হবে অমরাবতী এলাকায়। সেখানে ১ লাখ বর্গফুটের একটি মঞ্চ বানানো হচ্ছে। আর তার আশপাশে আমন্ত্রিতদের জন্য ব্যবস্থা করা হচ্ছে ৪ লাখ বর্গফুটের খোলা প্রান্তর।

এ খবর দিয়েছে ভারতের একটি অনলাইন ট্যাবলয়েড পত্রিকা। এতে বলা হয়েছে, এই গণবিয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা লিমকা বুক অব রেকর্ডস এবং গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস-এর কর্মকর্তাদের। এ পর্যন্ত সবচেয়ে বড় গণবিয়ের যে রেকর্ড আছে তা হলো ১৩৫০ যুগলের। কিন্তু এবার এমএলএ রবি রানা ২১০০ যুগলকে নিবন্ধিত করেছেন, যারা ওইদিন বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চান। যদি তিনি সফল হন তাহলে এ ঘটনা নতুন একটি রেকর্ড গড়বে।

এমএলএ রবি রানা বলেছেন, যেসব মানুষ বিবাহযোগ্য সন্তানদের বিয়ে দিতে পারেন না তাদের বিয়ে সহায়তা দেয়ার চিন্তা থেকে এ ধারণা আমার মাথায় এসেছে। এমন মানুষের সন্তানদের একত্রিত করে বিয়ে দেয়ার ঘটনা কম গর্বের নয়। এ আয়োজনে অংশ নেবেন বিভিন্ন ধর্ম-মতের পাত্রপাত্রী। ফলে পারস্পরিক সামাজিক বন্ধন দৃঢ় হবে। তিনি জানান, এ পর্যন্ত ওইদিন বিয়ের জন্য যেসব পাত্রপাত্রী বিবাহবন্ধনে আবদ্ধ হতে নিবন্ধিত হয়েছে তার মধ্যে ৩৫০জন অন্ধ এবং ৪৭০ জন শারীরিক প্রতিবন্ধী।

ভারতের একত্রে এবার ২১০০ যুগলের গণবিবাহ অনুষ্ঠিত হবে। এ জন্য চলছে প্রস্তুতি। বিয়ের পাত্র-পাত্রী বিভিন্ন ধর্মের, মতের। বিয়ে উপলক্ষে তাদের অভিভাবকদের উপস্থিত থাকতে বলা হয়েছে। উপস্থিত থাকবেন ধর্মগুরু রামদেব, শ্রী শ্রী রবি শংকর প্রমুখ।

আর এতসব আয়োজন করছেন এমএলএ রবি রানা। তার সঙ্গে আছেন তার প্রেয়সী ভারতের দক্ষিণাঞ্চলের চলচ্চিত্রের এক অভিনেত্রী। আগামী ২রা ফেব্রুয়ারি ওইসব পাত্রপাত্রীর চার হাত এক করে দেয়া হবে অমরাবতী এলাকায়। সেখানে ১ লাখ বর্গফুটের একটি মঞ্চ বানানো হচ্ছে। আর তার আশপাশে আমন্ত্রিতদের জন্য ব্যবস্থা করা হচ্ছে ৪ লাখ বর্গফুটের খোলা প্রান্তর।

এ খবর দিয়েছে ভারতের একটি অনলাইন ট্যাবলয়েড পত্রিকা। এতে বলা হয়েছে, এই গণবিয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা লিমকা বুক অব রেকর্ডস এবং গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস-এর কর্মকর্তাদের। এ পর্যন্ত সবচেয়ে বড় গণবিয়ের যে রেকর্ড আছে তা হলো ১৩৫০ যুগলের। কিন্তু এবার এমএলএ রবি রানা ২১০০ যুগলকে নিবন্ধিত করেছেন, যারা ওইদিন বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চান। যদি তিনি সফল হন তাহলে এ ঘটনা নতুন একটি রেকর্ড গড়বে।

এমএলএ রবি রানা বলেছেন, যেসব মানুষ বিবাহযোগ্য সন্তানদের বিয়ে দিতে পারেন না তাদের বিয়ে সহায়তা দেয়ার চিন্তা থেকে এ ধারণা আমার মাথায় এসেছে। এমন মানুষের সন্তানদের একত্রিত করে বিয়ে দেয়ার ঘটনা কম গর্বের নয়। এ আয়োজনে অংশ নেবেন বিভিন্ন ধর্ম-মতের পাত্রপাত্রী। ফলে পারস্পরিক সামাজিক বন্ধন দৃঢ় হবে। তিনি জানান, এ পর্যন্ত ওইদিন বিয়ের জন্য যেসব পাত্রপাত্রী বিবাহবন্ধনে আবদ্ধ হতে নিবন্ধিত হয়েছে তার মধ্যে ৩৫০জন অন্ধ এবং ৪৭০ জন শারীরিক প্রতিবন্ধী।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.