আলো তো লাগে না ভাল , আঁধারি যে ভালবাসি ! আমি যে পাগল প্রানে কভু কাঁদি কভু হাসি..
সদ্য সমাপ্ত দক্ষিন আফ্রিকা এবং ভারত এর টেস্ট , টি-টোয়েন্টি এবং ওয়ানডে সিরিজের আজ ৫ম ও শেষ ওয়ানডেতে ভারত হেরে যাওয়ায় তাদের হাত ছাড়া হয়ে যায় পাঁচ ম্যচের ওয়ানডে সিরিজ । দক্ষিন আফ্রিকা ৩/২ ব্যবধানে জিতে নেয় এই এমটিএন সিরিজ ।
বৃষ্টি বিঘ্নিত শেষ ম্যাচে হাসিম আমলার হার না মানা ১১৬* রানের ইনিংসে ভর করে ২৫০ রানের টার্গেট দাড় করায় দক্ষিন আফ্রিকা , তবে খেলার ১ম ইনিংসের শেষ ভাগে বৃষ্টি হওয়ায় খেলা ডার্ক লুইস প্রথা অনুযায়ী ভারতের সামনে টার্গেট দাড়ায় ৪৬ অভারে ২৬৮ রান .... ।
সেই রান তাড়া করতে গিয়ে ভারতের চোখের পানি নাকের পানিতে একাকার অবস্থা ,, ১০০ রান না উঠতেই ৭ জন শুয়ে পড়েছে ....
কিন্তু তখনই ভারতের কসাই ইউসুফ পাঠান ,, চরমে পিডাইতে শুরু করে ,,এবং শেষ পর্যন্ত ৭০ বলে ১০৫ রান করে আউট হয়ে যায় .... {দেওয়ালে পিঠ ঠ্যাকলে সবাই পারে} ,,,,
তারপর সেই কাঙ্ক্ষিত মুহুর্ত ,, ভারতের শেষ ব্যাটসম্যান ও শুয়ে পড়লো .। এবং সিরিজ জিতে নিলো দক্ষিন আফ্রিকা ..।
কিন্তু আসল ঘটনা ঘটে ম্যাচ শেষে হোটেলে ফেরার পথে ...
সাংবাদিকদের সাথে কথা বলার সময় ,,,এক সাংবাদিক হাশিম আমলার খেলা কেমন লাগলো জানতে চাইলে ধনী কিছু গরিব কথাবার্তা বলে ফেলেন ..
ধনী বলেন " হাশিম আমলা একটা জংগী ,, ওর দিলে কোন মাইয়া দয়া নেই ,, ও যা করেছে তা বাংলাদেশের জংগী ক্রিকেটাররা গত কয়েক বছর বড় আসর গুলোতে আমাদের একই অবস্থা করছে "
এই কথা চারিদিকে ছড়িয়ে পড়লে জনরোষের মুখে পড়ে সদ্য গরীব হয়ে যাওয়া ধনী ও তার ক্রিকেট বাহিনী ।
তাই কাল সকালেই জরুরী ফ্লাইটে তাদের জোহানেসবার্গ থেকে ভারতের উদ্দেশ্যে রওনা হতে হচ্ছে ......।
{ সুত্র : দ্যা ইন্সট্যান্ট হকার }
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।