আমাদের কথা খুঁজে নিন

   

সামহোয়্যার ইন ব্লগের সবচেয়ে খুদে ব্লগার

------

সামহোয়্যার ইন ব্লগের সবচেয়ে খুদে ব্লগারের সাথে আমার পরিচয় হয় ২৯ শে ডিসেম্বর, ২০১০ বিকাল ৪:৩০টায়। তার প্র্রোফাইল দেখে আমার দৃষ্টি আটকে যায়--- আমি পাঁচ বছর বয়সী এক ছোট্ট মেয়ে। আমি প্লেতে পড়ি। এখনো টাইপ করতে পারিনা। তবে মাউস দিয়ে ক্লিক করে একটু একটু লিখতে পারি।

তাছাড়া আম্মু আমাকে লিখতে হেল্প করে। বাহ.. খুব মজা পেলাম...। ভালোও লাগলো....মনে পড়ে গেলো আমার ৫ বছর বয়সী ভাগ্‌নে অপূর্ব-র কথা। যার জন্য facebook-এ একটি ফান এলবাম ডেডিকেট করা। খুব দুষ্টু চটপটে ছেলে।

একবার লিচু নিয়ে গেলাম বাসায়..লিচু নিয়ে সে কিযে মাতামাতি! তার গল্প শেষ হতে চায়না... তার ইস্কুলের বন্ধুদের গল্প...BEN TEN ঘডির গল্প... ...আজ স্কুলে এটা শিখেছে..সেটা শিখেছে..কতকিছু!! লিচু হাতে নিয়ে আমাদের অপূ বাবা এই এলবামটি অপূর্ব-র জন্য-http://www.facebook.com/album.php?aid=2078462&id=1423607773 This album dedicated to my dearest nephew APURBA (অপূর্ব).. he is 5 years old..and studying in Play in Adarsha Shishu Bidda Niketon, Netrakona. এই খুদে ব্লগারের নাম লামিয়া আলম এশা। তার মা তাকে লিখতে হেল্প করে। তার প্রথম পোস্টটা ছিলো এরকম------------ লামিয়ার ব্লগ জীবন শুরু ২২ শে ডিসেম্বর, ২০১০ রাত ৯:১২ লামিয়ার প্র্রোফাইল ছবি আমি পাঁচ বছর বয়সী এক ছোট্ট মেয়ে। আমি প্লেতে পড়ি। এখনো টাইপ করতে পারিনা।

তবে মাউস দিয়ে ক্লিক করে একটু একটু লিখতে পারি। টম এন্ড জেরীর কার্টুন খুব পছন্দ। আম্মুর চোখ ফাকি দিয়ে রিমোট হাতে নিয়ে বসে পড়ি। কিন্তু আম্মু যদি ঘুম থেকে জেগে দেখে ফেলে তাহলেই বকাঝকা শুরু করে। কখনো কখনো পিঠে ধপাস ধপাস করে দুচার ঘা বসিয়ে দেয়।

সবচেয়ে বেশি ভালোবাসি আব্বুকে। আব্বু ছাড়া আমার জগৎ অচল। শয়নে-স্বপনে-জাগরণে কেবল আব্বু আর আব্বু। রাতে আব্বু বাসায় না ফেরা পর্যন্ত আমি ঘুমাই না। এই জন্য আম্মু আমাকে কত বকে!! তবে খুব বেশি বকে না।

তাহলেতো আব্বুকে বলে দেব। আম্মু আবার আব্বুকে ভয় পায় কিনা। আমার কিন্তু আব্বু খুব সরল। যাই হোক অনেক কথা বলে ফেললাম। আমি মাঝে মাঝে আমার সারাদিনের ঘটে যাওয়া টুকরো ঘটনা লিখে আপনাদেরকে বিরক্ত করবো।

আশা করি কিছু মনে করবেন না। আপনাদের কাছ থেকে অনেক অনেক ভালোবাসা ও আদর আশা করি। সবাইকে হ্যাপি ব্লগিং ও হ্যাপি নিউ ইয়ারের অগ্রিম শুভেচ্ছা। এই পোস্টটা লিখতে আম্মু আমাকে হেল্প করেছে। Click This Link


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.