এইখানে শায়িত আছেন বাংলা ব্লগ ইতিহাসের কলঙ্ক...
সামহোয়্যারের সবকিছুর সাথে পরিচিত হওয়ার পর থেকেই এর খুঁটিনাটিগুলো নিয়ে আমি নিজের ইচ্ছেমতো অনেক খুঁচিয়েছি। এর ফল স্বরূপ বেশ কয়েক মাস আগেই আগে আমি সামহোয়্যার ইন ব্লগের একটি দুর্বলতা (এখনো জানি না এটাকে দুর্বলতা বলা যায় কিনা) বের করি। দুর্বলতাটাকে কাজে লাগানোর জন কারো প্রোগ্রামার বা কোডার হওয়ার প্রয়োজনও নেই, শুধুমাত্র Common Sense ব্যবহার করেই এটির সুযোগ নেয়া সম্ভব।
সামহোয়্যার ইন....ব্লগের ইউজারদের একটা দীর্ঘদিনের ধারণা হচ্ছে কোন পোস্ট/কমেন্টের মাধ্যমে কখনো ভাইরাস ছড়ানো সম্ভব নয়। কথাটা একদিক দিয়ে ঠিকও আবার ভুলও।
ঠিক কারন আমরা অতীতে এমন কোন নজির পাইনি (আমার জানা মতে) আর ভুল কারন এটা আসলে সম্ভব। স্বভাবতঃ কারনেই আমি এই পোস্টে বিষয়টির Details এ যেতে পারছি না, তবে এটি বলে দিচ্ছি যে এর মাধ্যমে কোন ইউজারকে ভাইরাস ইনফেক্টেড করা সম্ভব না হলেও ইউজার উক্ত পোস্টে ঢোকা মাত্রই তাদের Antivirus সফটওয়্যারটি তাদেরকে Virus Alert দেবে (আমার নিজের দু'টো পোস্টে সফলভাবে করতে পেরেছি) এবং শুধু পোস্টে নয় এটি ঘটানো সম্ভব সামহোয়্যার ইন...ব্লগের প্রথম পাতার ক্ষেত্রেও (ব্যান খাওয়ার ভয়ে প্রথম পাতায় ট্রাই করিনি, তবে সম্ভব)! ব্যাক্তিগতভাবে আমি মনে করি সামহোয়্যার ইন....ব্লগের মতো একটি জনপ্রিয় সাইটের জন্য এমন ঘটনাও লজ্জাষ্কর হবে। কারন আমার মনে হয় কোন সাইটই চায় না তার সাইটে ঢুকে মানুষ ভাইরাস এ্যালার্ট দেখুক।
টেকনিক্যাল টিমের কাউকে বিষয়টা মেইল করে জানাতে পারলে ভালো হয়। তাই মেইল এ্যাড্রেসটা একটু দরকার।
কাকে পাঠাবো?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।