হতাশা আর দু;খ ব্যাথা যাদের দেখে থমকে দাঁড়ায় আজকে তাদের খুব প্রয়োজন, বিশ্ব এসে দু হাত বাড়ায়।
রতনে রতন চিনে। যেমন আওয়ামি লীগ সরকার বেছে বেছে এক রতন সামীম মোহাম্মদ আফজাল কে বানিয়েছে ইসলামিক ফাউন্ডেশনের ডিজি, যার আগের বেশ কিছু বিতর্কিত কর্মকান্ডের কথা হয়ত অনেকেই জানেন। এবার তিনি সেরা ইমামের পুরস্কার দিয়েছেন মাহমুদ হোসাইন কে, যিনি জীবনেও কোন মসজিদের ঈমাম ছিলেন না!
কোন মসজিদের ইমাম নন তিনি তবু হয়েছেন শ্রেষ্ঠ ইমাম। প্রশিক্ষণ দিচ্ছেন দেশের বিভিন্ন মসজিদের নামীদামি প্রকৃত ইমামদের।
হয়েছেন মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের কারিকুলাম প্রণয়ন কমিটির অন্যতম সদস্য। ইমামদের প্রতিনিধি হিসেবে বিদেশও সফর করেছেন তিনি। ভাগ্যবান এই ব্যক্তির নাম মাহমুদ হোসাইন। প্রথম শ্রেণীর কর্মকর্তা ছাড়া ইমাম প্রশিক্ষণ একাডেমীতে ক্লাস নেয়ার নজির নেই। অথচ একজন চতুর্থ শ্রেণীর কর্মচারী হয়েও তিনি প্রথম শ্রেণীর মর্যাদায় ইমামদের প্রশিক্ষণ দিচ্ছেন, সরকারি সুবিধা ভোগ করছেন।
ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের কারিকুলাম প্রণয়ন কমিটির সদস্য পদে বিশ্ববিদ্যালয়ের নামীদামি শিক্ষকদের অন্তর্ভুক্ত করা হয়। এবার এক্ষেত্রেও ঘটেছে ব্যত্যয়। মহাপরিচালক সামীম আফজালের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের সুবাদে মাহমুদ হোসাইন এ পদেও অধিষ্ঠিত হতে সক্ষম হয়েছেন। ইসলামিক ফাউন্ডেশনের চতুর্থ শ্রেণীর এক কর্মচারী হয়েও মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজালের সঙ্গে বিশেষ সম্পর্কের কারণে এসব কিছু অর্জন করতে সক্ষম হয়েছেন তিনি। আগের সম্পর্কের ধারাবাহিকতায় সস্ত্রীক চাকরি পান ইসলামিক ফাউন্ডেশনে।
সংস্থার প্রকাশনা বিভাগের একজন প্রুফ রিডার হয়েও মহাপরিচালকের আশীর্বাদে অনায়াসে পেয়ে যাচ্ছেন নানা রকম অবৈধ সুযোগ-সুবিধা।
সিলেটে নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক থাকাকালে ব্যক্তিগত কর্মচারী হিসেবে সামীম মোহাম্মদ আফজাল এর বাসায় কাজ করতেন মাহমুদ হোসাইন। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর সামীম আফজাল ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক নিযুক্ত হলে মাহমুদের ভাগ্যের দুয়ার খুলে যায়
ইসলামিক ফাউন্ডেশন থেকে হয় এই ডিজিকে সরানো হোক না হয় ফাউন্ডেশনের নাম থেকে “ইসলামিক” কথাটা বাদ দদিয়ে সামীম ফাউন্ডেশন রাখা হোক! ইসলামের নামে এত বড় অনৈতিক কাজ করা ঠিক নয়! নাহলে ময়ুরের পুচ্ছ লাগিয়ে ভোট চাইতে আসা কাকদের চিনতে সাধারন মানুষ হয়ত পরের বার আর ভুল করবেনা।
বিস্তারিত খবরটি দেখুন:
Click This Link
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।