সম্প্রতি ‘হালাল’ ওয়েব তৈরির ঘোষণা দিয়েছে ইসালামী প্রজাতান্ত্রিক দেশ ইরান। জানা গেছে, যুক্তরাষ্ট্র প্রভাবিত ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এর সঙ্গে প্রতিদ্বন্দিতা করতেই ইসলামিক ইন্টারনেটের ঘোষণা দিয়েছে ইরান। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস-এর।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, ইরানের প্রেসিডেন্টের অধীন অর্থনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা প্রধান আলী আকামোহাম্মাদি সম্প্রতি বলেছেন, ‘ইসলামিক নিয়মনীতি অনুসরণ করে ইরান শীঘ্রই ইন্টারনেট ব্যবস্থা তৈরি করবে। এই ইন্টারনেট ব্যবস্থা সারা বিশ্বের সঙ্গে যোগাযোগ এবং ব্যবসা বাণিজ্যে সংযোগ স্থাপন করবে।
আকামোহাম্মাদি আরো জানিয়েছেন, ‘ইরানের নতুন এই ইন্টারনেট ব্যবস্থা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব-এর মতোই হবে এবং মুসলিম দেশগুলোতে এটি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের স্থলাভিষিক্ত হতে সক্ষম হবে।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, আকামোহাম্মদি ইরানের নতুন এই ইন্টারনেট ব্যবস্থা বিষয়ে বলেছেন ‘এটা হবে সত্যিকারের হালাল নেটওয়ার্ক, যাতে মুসলমানদের নৈতিক এবং মুল্যবোধ স্তরকে বিবেচনা করা হবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।