আমাদের কথা খুঁজে নিন

   

জুনিয়রদের লীডারশীপ ট্রেনিং

আমি ওসামা বিন নূর। আমি ভালবাসি নিজে সচেতন হতে এবং অন্যদের সচেতন করতে আর ভালবাসি লেখালেখি, সামাজিক উন্নয়নমূলক কাজ, শিশুদের কিছু করা, কমিউনিটি সার্ভিস ইত্যাদি। আমি বাস্তবতায় বিশ্বাস করি। মানুষের জন্য এমন কিছু করতে চাই যেন তারা আমাকে নিয়ে অহংকার করতে পারে। আ

Bangladesh Youth Leadership Center (BYLC) বাংলাদেশের একটি নিবন্ধনকৃত নির্দলীয় এবং অলাভজনক প্রতিষ্ঠান, কর্তৃক আয়োজিত একটি প্রোগ্রাম Building Bridges though Leadership Training Junior (BBLT-J) ।

BYLC বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠান যারা আগামী প্রজন্মের নেতৃত্বে একটি দারিদ্রমুক্ত বাংলাদেশ গঠনের উদ্দেশ্যে লীডারশীপ ট্রেনিং প্রোগ্রাম শুরু করে । BBLT-J এবং BBLT প্রোগ্রামের উদ্দেশ্য একই, কিন্তু অপেক্ষাকৃত কম সময়সাপেক্ষ এবং বিশেষভাবে মাধ্যমিক পর্যায়ে শির্ক্ষার্থীদের উপযোগী করে সাজানো হয়েছে । এই কার্যক্রমের মূল উদ্দেশ্যে হচ্ছে নতুন প্রজন্মকে যোগাযোগ ও নেতৃত্ব প্রদানে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তোলা, যাতে তারা বর্তমানে সমাজব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন নিয়ে আসতে সক্ষম হয় । BYLC কার্যক্রমের তিনটি বিশেষ শুরুত্বপূর্ন উপাদান হচ্ছে : ১. পারস্পরিক সম্পর্ক, ২. লীডারশীপ ট্রেনিং, ৩. সমাজসেবামূলক কার্যক্রম । বিভিন্ন শিক্ষামাধ্যম ও সমাজের বিভিন্ন স্তর থেকে উঠে আসা ৬ষ্ঠ-১০ম শ্রেণীর ৪২জন শিক্ষার্থীদের নিয়ে শীর্ষ BBLT গ্র্যাজুয়েটরা BYLC প্রশিক্ষকদের সাথে যৌথভাবে একমাসের এই স্কুল পরবর্তী প্রোগ্রাম পরিচালনা করবে ।

লীডারশীপ, ব্ক্তৃতা, এবং টীমওয়ার্কের উপর প্রশিক্ষণের পাশাপাশি সমাজসেবামূলক কার্যক্রমের মধ্য দিয়ে শিক্ষার্থীদের মাঝে দেশাত্মবোধ ও পারস্পরিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধা, সচেতনতা এবং নাগরিক দায়িত্ববোধ সৃষ্টির উপর জোর দেবে BBLT-J প্রোগ্রাম । BBLT-J প্রোগ্রামে নিন্মোক্ত বিষয় সমূহে প্রশিক্ষণ দেয়া হবে - ১. লীডারশীপ, ২. বারোয়ারী বক্তৃতা, ৩. টীমওয়ার্ক, ৪. সমাজসেবামূলক কার্যক্রম, ৫. লক্ষ্য নির্ধারণ, ৬. আত্মোন্নয়ন, ৭. সৃজনশীলতা, ৮. নীতিবোধ । বাংলাদেশের নতুন প্রজন্মকে সৃজনশীল, সৃহৃত এবং সুযোগ্য নেতৃত্বে উন্নীত করার লক্ষ্যে BBLT-Junior এর শিক্ষাপদ্ধতি নির্ধারন করা হয়েছে । আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত এই প্রোগ্রামে যাতে সকলে অংশগ্রহন করতে পারে তা নিশ্চিত করতে কার্যক্রমে প্রতি শিক্ষার্থী টিউশন ফী BYLC পক্ষ হতে পূর্ণ বৃত্তি হিসেবে দেওয়া হবে । পুরো কার্যক্রম শেষে অংশগ্রহনকারীদেরকে তাদের শিক্ষকমন্ডলী ও পরিবারবর্গের উপস্থিতিতে তাদের অংশগ্রহণের স্বীকৃতিস্বরুপ সার্টিফিকেট প্রদান করা হবে ।

আয়োজক : ২০০৮ সালে যুক্তরাষ্ট্রের হার্ভার্ড ইউনিভার্সিটির জন এফ কেনেডি স্কুল অফ গভমেন্টে এ সূত্রপাত ঘটে Bangladesh Youth Leadership Center (BYLC) এর । বর্তমানে এটি বাংলাদেশের একটি নিবন্ধনকৃত অলাভজনক প্রতিষ্ঠান (Bangladesh Society Act, 1860 অনুযায়ী) । আরোও অনুসন্ধানের জন্য দেখুন http://www.bylc.org/people_gov.html প্রশিক্ষক ও অন্যান্যরা : ইজাজ আহমেদ, মাস্টার ইন পাবলিক পলিসি, হার্ভার্ড ইউনিভার্সিটি (ইউএসএ); এমএ ইকোনমিক্স, ইউনিভার্সিটি অফ সেন্ট অ্যান্ড্রুজ (স্কটল্যান্ড), কর্তৃক প্রশিক্ষিত BBLT গ্র্যাজুয়েট শিক্ষার্থীবৃন্দ । তারিখ : ১লা ফেব্রুয়ারী, ২০১১ - ২৮ শে ফেব্রুয়ারী, ২০১১, বিকাল ৩.১৫ থেকে বিকাল ৫.৪৫, শনি - বৃহস্পতিবার (৬দিন), শুক্রবার বন্ধ । টিউশন ফি : BYLC পুর্ণ বৃত্তি প্রদান করবে ।

আবেদনের শেষ তারিখ আজ ২৩ই জানুয়ারী রাত ১২.০০ পর্যন্ত । আবেদনের লিংক : View this link

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।