অন্য বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে বের হওয়া আমার এক বন্ধুর সাথে জুনিয়রদের র্যাগ দেয়া নিয়ে একবার কথা হচ্ছিলো। তার বক্তব্য হলো,র্যাগ প্রদানের মাধ্যমে জুনিয়রদের সাথে সম্পর্কের নাকি উন্নতি(?) হয় । আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অনেক সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও এর কিছু ভাল দিক নিয়ে আমরা গর্বিত ছিলাম। তার মধ্যে একটি হলো--র্যাগের মত ফালতু প্রথা এখানে ছিল না। আক্ষেপের ব্যপার গত বছর থেকে হঠাৎ করেই এই জিনিস আম...াদের চির সবুজ ক্যম্পাসকে কলঙ্কিত করে দিয়েছে।
এবারের ভর্তি পরীক্ষার সময়-ও একই ঘটনা ঘটে চলেছে। আর এই ঘটনা ঘটছে --শহীদ মিনার আর বুদ্ধিজীবি চত্ত্বরের মত জায়গায়। যে সব তথাকথিত "সিনিয়র" মনে করছেন তারা এর মাধ্যমে জুনিয়রদের কাছ থেকে সম্মান আদায় করে নিচ্ছেন,তারা যে আসলেই মস্তিস্কে ঘিলু নামক বস্তু ধারণ করেন না সেটা আর বলার অপেক্ষা রাখে না। তাদের ব্যপারে রুই-কাতলা গণ আবার বক্তব্য দিয়ে যাচ্ছেন,এরা রুই-ও নয়,কাতলা-ও নয়। "এই বক্তব্যই এদেরকে হাঙ্গরে রুপান্তরিত করছে।
বিশ্ববিদ্যালয়ের সম্মান রক্ষার স্বার্থে এদের বিরুদ্ধে সরাসরি একশন নেয়ার জন্য কর্তৃপক্ষের কাছ থেকে জোরালো পদক্ষেপ আশা করছি। আমাদের অর্জন হয়তো খুব বেশি নয়,সেগুলো কখনোই হয়তো কোথাও ছাপা বা প্রকাশিত হয় না। কিন্তু সেই অর্জন গুলো ধরে রাখার দ্বায়িত্ব আমাদের সবার।
জয় হোক চবি'র ! ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।