আমাদের কথা খুঁজে নিন

   

দুঃখিত শিবির, লাশগুলো একসময় জ্যান্ত মানুষ ছিলো, আমরা লাশ নিয়ে রাজনীতি বরদাস্ত করি না

এখানে বাংলাদেশের জন্মের বিরোধী জামাত-শিবিরের হায়েনা দেখলে কিক দেওয়া হয়।

ফেলানী হোক আর রুস্তম আলী অথবা জনৈক ওমুক - গুলি খেয়ে মরার আগে সে একটা জ্যান্ত মানুষ ছিলো। হতে পারে, এখন সে একটা লাশ। হতে পারে নয়, সে এখন একটা লাশই। তবে সেটা মানুষের লাশ।

বর্ডার কিলিং ঠেকাতে আমাদের অনেক বেশি খাটতে হবে, জনজমত গড়ে তোলা, মিডিয়াকে ব্যাবহার, নিয়মিত ফলোআপ রাখা, রাস্তায় দাঁড়ানো - এমন অনেক কিছুই। তবে সেটা হবে মানুষের প্রান যাতে ঝরে না যায় সেই আন্দোলন, মানুষ যাতে লাশ না হয় সেই আন্দোলন। বর্ডারে গুলি খেয়ে মরা ফেলানী আমাদের কাছে মানুষ, একটা মানুষের লাশ। সেই লাশ নিয়ে তোমাদের রাজনীতি সহ্য করবো না। ফেলানীর লাশটা তোমাদের কাছে একটা ইস্যু, মানুষ ফেলানী কিছুই না, সেটা তোমাদের তড়পানিতেই বোঝা যাচ্ছে।

আজকের ছাগবন্ধন বর্জন করছি। ধর্ষকের গোষ্ঠীর কাছে বোনের নিরাপত্তা চাই না। আরেকটা কথা, মাবনবন্ধনকে যদি একমাত্র উপায় ভেবে থাকেন কেউ প্রতিবাদের, ভুল করছেন। উপায় আরো আছে, শুধু মাথা খাটান, নিজের অবস্থানে থেকেই অনেক কিছু করা সম্ভব, যদি চান। ফেলানী হোক আর রুস্তম আলী অথবা জনৈক ওমুক - গুলি খেয়ে মরার আগে সে একটা জ্যান্ত মানুষ ছিলো।

হতে পারে, এখন সে একটা লাশ। হতে পারে নয়, সে এখন একটা লাশই। তবে সেটা মানুষের লাশ। বর্ডার কিলিং ঠেকাতে আমাদের অনেক বেশি খাটতে হবে, জনজমত গড়ে তোলা, মিডিয়াকে ব্যাবহার, নিয়মিত ফলোআপ রাখা, রাস্তায় দাঁড়ানো - এমন অনেক কিছুই। তবে সেটা হবে মানুষের প্রান যাতে ঝরে না যায় সেই আন্দোলন, মানুষ যাতে লাশ না হয় সেই আন্দোলন।

বর্ডারে গুলি খেয়ে মরা ফেলানী আমাদের কাছে মানুষ, একটা মানুষের লাশ। সেই লাশ নিয়ে তোমাদের রাজনীতি সহ্য করবো না। ফেলানীর লাশটা তোমাদের কাছে একটা ইস্যু, মানুষ ফেলানী কিছুই না, সেটা তোমাদের তড়পানিতেই বোঝা যাচ্ছে। আজকের ছাগবন্ধন বর্জন করছি। ধর্ষকের গোষ্ঠীর কাছে বোনের নিরাপত্তা চাই না।

আরেকটা কথা, মাবনবন্ধনকে যদি একমাত্র উপায় ভেবে থাকেন কেউ প্রতিবাদের, ভুল করছেন। এর থেকেও কার্যকর উপায় আরো আছে, শুধু মাথা খাটান, নিজের অবস্থানে থেকেই অনেক কিছু করা সম্ভব, যদি চান।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।