চাঁপাইনবাবগঞ্জে স্বামীর কোদালের আঘাতে গৃহবধূ ও টাঙ্গাইলে ছিনতাইকারীদের মারধরে স্কুলছাত্র নিহত হয়েছে। রাজবাড়ীর পদ্মা নদী ও পটুয়াখালীর কলাপাড়া থেকে তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। মৌলভীবাজারে গণপিটুনিতে একজনের মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, চাঁপাইনবাবগঞ্জের নাচোলের খিকটা গ্রামের গোলাপ হাসদা পারিবারিক কলহের জের ধরে গতকাল স্ত্রী সাবিনাকে কোদাল দিয়ে আঘাত করে। এতে জ্ঞান হারিয়ে ফেললে রাজশাহী মেডিকেলে নেওয়ার পথে তিনি মারা যান।
টাঙ্গাইলে ছিনতাইকারীদের মারধরে শুক্রবার রাতে আহত স্কুলছাত্র রাবি্বর (৯) গতকাল ঢাকার একটি হাসপাতালে মৃত্যু হয়েছে। রাবি্ব শহরের বেড়াডোমা পশ্চিম পাড়া গ্রামের ভ্যানচালক ইদ্রিস আলীর ছেলে। রাজবাড়ীর সদর উপজেলার জৌকুড়া ফেরি ঘাট এলাকার পদ্মা নদী থেকে গতকাল দুজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। এদের একজনের নাম শাহরিয়ার রিমন। বাড়ি মৌলভীবাজারের কমলগঞ্জে বাগান থেকে লেবু চুরি করতে গিয়ে গণপিটুনিতে লুৎফুর রহমান নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নাওয়াপাড়া থেকে গতকাল গৃহবধূ আয়েশা বেগমের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।