আমাদের কথা খুঁজে নিন

   

চাঁপাইয়ে ৮ হাজার হেক্টর জমির ধান পানির নিচে

উজান থেকে আসা বন্যায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সাতটি ইউনিয়নের প্রায় ৮ হাজার হেক্টর জমির ধান পানিতে তলিয়ে গেছে। এতে দিশাহারা হয়ে পড়েছেন প্রায় ২৬ হাজার কৃষক। জানা গেছে, শিবগঞ্জ উপজেলার মনাকষা, দুর্লভপুর, বিনোদপুর, ঘোড়াপাখিয়া, ছত্রাজিতপুর, নদীভাঙন কবলিত পাকা ও উজিরপুর ইউনিয়নের শীষওয়ালা ও আধা পাকা হাজার হাজার একর জমির ধান পানির নিচে। প্রতিবারের মতো এবারও বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন পাকা ও উজিরপুর ইউনিয়নের কৃষকরা। কৃষক সাদিকুল ইসলাম জানান, 'বেকারত্দের অভিশাপ থেকে বাঁচার জন্য ব্যাংক থেকে লোন নিয়ে ৪০ হাজার টাকা খরচ করে ১০ বিঘা জমিতে আউশ ধান আবাদ করেছিলাম। ধান সম্পূর্ণ পানির নিচে তলিয়ে যাওয়ায় এখন তার মাথায় হাত।' একই কথা বললেন তারাপুরের মিজানুর, ঠুঠাপাড়ার হুমায়ন, পারচৌকার আবু হোসেন, খড়িয়ালের রকিবসহ বিভিন্ন ইউনিয়নের ৪০ জন কৃষক।

এ ব্যাপারে উপজেলা কৃষি অফিসার মো. মাহমুদুল ফারুক জানান, এ পর্যন্ত ৫ হাজার হেক্টর জমির ধান তলিয়ে গেলেও সব নষ্ট হয়নি। দু-একদিনের মধ্যে পানি সরে গেলে কৃষক ৪০ শতাংশ ধান তুলতে পারবে।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।