অনেকেই আশরাফুলকে দলে রাখার সমালোচনা করছেন। আমি তাদের সাথে একমত। সে যথেষ্ট সুযোগ পেয়েছে। এবার অন্যদের সুযোগ দেয়া উচিত।
কিন্তু কেউ কেউ রাকিবুলকে নিয়ে অনেক কথা বলছেন।
সে স্লো ইত্যাদি ইত্যাদি। রাকিবুলকে নিয়ে তাদের বলা কথার সাথে আমি একমত নই। বাংলাদেশের কোন খেলোয়াড় যদি ভি-জোনে ধৈর্যের সাথে খেলার যোগ্যতা রাখে তাহলে সে রাকিবুল আরেকজন সাকিব। তাছাড়া রাকিবুলের ওয়ানডে ক্যারিয়ারও বেশ ভালো।
তার ওয়ানডে ক্যারিয়ার দেখুন:
ম্যাচ: 49 ইনিংস: 48 নটআউট: 6 রান: 1231 সর্বোচ্চ: 89 গড়: 29.30 স্ট্রাইক রেট: 61.79
পক্ষান্তরে অলোক কাপালির রেকর্ড দেখুন:
ম্যাচ: 65 ইনিংস: 62 নটআউট: 3 রান: 1170 সর্বোচ্চ: 115 গড়: 19.83 স্ট্রাইক রেট: 68.78
এমন আহামরি কিছু না।
স্ট্রাইক রেট সেই ষাটের ঘরে, এভারেজ কোনমতেই গ্রণযোগ্য না। তাকে বোলিং অলরাউন্ডার হিসেবে নেবারও কোন অর্থ হয় না কারণ দলে অনেক স্পিন অলরাউন্ডার আছে। তার উপর তার বোলিং রেকর্ডও বলার মত না:
ম্যাচ: 65 মোট বল: 1368 মোট রান: 1194 উইকেট: 24 সেরা বোলিং: 3/49 গড়: 49.75 ইকোনমি: 5.23
পাঁচের উপর ইকোনমি আর ৫০ গড়ের বোলার কোন জাতের বোলার হলো? তারচে' রকিবুল খেলুক। মিডল অর্ডারে একজনের ধরে খেলার দরকার আছে। মনে আছে একসময় রাহুল দ্রাবিড়কে নিয়ে এমন সমালোচনা হতো যে সে স্লো খেলে।
এখন রাহুল দ্রাবিড় কোথায়? তাকে স্লো বলে বাদ দিলে আজকের এই রেকর্ড সে করতে পারতো?
দলের অন্য খেলোয়াড়দের স্ট্রাইক রেট:
তামিম: 79.23
সাকিব: 77.53
আশরাফুল: 70.79
শাহরিয়ার নাফিস: 70.82
রাজিন সালেহ: 54.82
তাহলে রাকিবুল খারাপ কিসে? যে শাহরিয়ার নাফিসকে আমরা মারকুটে ব্যাটসম্যান হিসেবে জানি তার স্ট্রাইক রেট মাত্র ৭১।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।