জিম্বাবুয়ের স্কোর:- ৫০ ওভার ২০৫/৯,
চিগুম্বরা ৬৪,(৬/২১/১) মাতসিকেনরি ৩৯,উঃসেয়া ৯, (১০/৩/২২/২)
বাংলাদেশ স্কোর:- ৪৬.২ ওভার ১৬৭/১০,
সাকিব আল হাসান ৫২,(১০ /৩/২৩/৩), নাইম ইসলাম ২১,(১০/৩২/৩)
ম্যান অব দা ম্যাচ:-চিগুম্বরা
জিম্বাবুয়ের ৩৮ রানের বিশাল জয়
জিম্বাবুয়ের কাছে বাংলাদেশের হার বুজতে হবে আমাদের ক্রিকেট দল কত বদলে গেছে। আমাদের আশরাফুল অনেক আশার ফুল ফুটিয়েছেন এবার যে কি ফুল পুটাবেন তা বুজতে পারছিনা। বন্ধুরা আপনারা কি কিছু জানেন?
বাংলাদেশের বলাররা যে কাজটি করে ঠিক তার বিপরীত কাজটি করে ব্যাটসম্যনরা। আশরাফুল সাহেবের দায়িত্বহীন ব্যাটিং আর কত দিন আমরা দেখব। তার আর দায়িত্ব নেয়ার সময় কবে হবে?
নিজের জন্য না খেলে দলের জন্য খেল বাবা আশার ফুল। দল থেকে বাদ পরার সময় হলেই ভাল খেলবে এটা কি মেণে নেয়া যায়?
আমরা চাই তোমার দায়িত্ব টুকু ঠিক মত পালন করো।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।