আলো তো লাগে না ভাল , আঁধারি যে ভালবাসি ! আমি যে পাগল প্রানে কভু কাঁদি কভু হাসি..
যে ব্যাটসম্যান ইনিংসের ৫০ তম অভারে ব্যাট হাতে কোন রান না নিয়ে মেডেন অভার দিয়ে বিশ্ব রেকর্ড করতে পারে ...
যে ব্যাটসম্যান একটা ৫০ রানের ইনিংস খেলে দলে জায়গা পাওয়ার আশায় ক্রিকেট খেলতে নামে ,
যে ব্যাটসম্যান ক্রিকেটের বড় আসরে দলকে শুধু ২য় রাউন্ডে খেলতে পারার স্বপ্ন দেখে ... সেই অপার হতাশাগ্রস্ত অন্য ধাতুর তৈরি মগজে গবর পোরা আশরাফুল কে কেন আবার দলে নেওয়া হলো ....???
কেন সে বারবার খারাপ খেলা সত্বেও দলে চান্স পায় .. তারপর পত্রপত্রিকায় নানা রকম নিজের গুন সম্বলিত গান গায় ...
এই আশরাফুল কে যারা পাম দিয়ে ফুলায় ,,, আমি সেই সব সাংবদিক ও মিডিয়া ব্যাক্তিদের বলবো .. ভাই জীবনে কোন দিন ক্রিকেট খেলেছেন ???? .
দল গঠন সঠিক হবে যদি আশরাফুল আর রকিবুলের স্থানে অলক কাপালী আর মাশরাফি দলে ফেরে ...।
কারণ আশরাফুলের স্থানে অলক কাপালী খেললে দলে এক জন দক্ষ স্পিন বলার বাড়বে .।
আর মাশরাফির কথা নতুন করে কিছু বলার নেই ...
রকিবুলের মত ছাগল মার্কা ব্যাটসম্যান আমি জীবনেও দেখিনি ...আমার কথা বিশ্বাস না হলে ওর আউট হওয়ার দৃশ্য গুলো দেখেন ..
তাই আমি চাই আশরাফুল আর রকিবুল কে বাদ দিয়ে মাশরাফি আর অলক কাপালী কে দলে আনা হোক ......
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।