ভালবাসা মানে অন্যের ভালত্বে বাস করা
সেই মেয়েটি নিসঙ্গ একাকী......
এলো চুলে দাড়িয়ে ছাদে উদাস চোখে তাকিয়ে দুরে.
যেন খুজছে কাউকে.
চমকে ফিরে পেছন পানে তাকায় কই
কেউ নেই তো.........?????...
হারিয়ে গেছে বুঝি সেই সব দিন সেই সব মুখ,
সেই চেনা মুখগুলো আর কোনো দিন দেখতে পাবে না সে........
শীত এর এই নিসঙ্গ দুপুরে কেমন মন খারাপ করা রোদ.
কোথাও একটুও উষ্ণতা নেই,
ভাবছে সুর্জ্জিটাও বুঝি হারালো উষ্ণতা.
দূর আকাশ আর দিগন্ত ছুঁতে চায় মন,
ঠিক ওই পাখিটির মত,
যেন মুহুত্তেই ছুঁতে পারবে দিগন্ত রেখাকে............
মন বলে যদি হতেম ওই পাখিটি
ঠিক ধরতে পারতাম .দিগন্তকে
যেমনি ছুটত ছোট্ট বেলায় খেলার সাথীদের নিয়ে
দৃষ্টি নেমে আসে রাস্তায়............দেখে থমকে দাড়ানো অলস মধান্ন্যে
হেঁটে যায় কিছু ক্লান্ত পথিক...........
কোনো ফেরিওলা টুং টাং শব্দ করে ফেরি করছে পসার................
এটাই কি জীবন এর চিত্র ...........
এটাই প্রবাহমান জীবন নদী........
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।