সব কোম্পানির ফেস ভ্যালু ১০ টাকা করার সিদ্ধান্ত
দরপতনের মুখে আবারও দুই বাজারে লেনদেন বন্ধ
অব্যাহত দরপতনের মুখে দ্বিতীয়বারের মতো বন্ধ করে দেওয়া হয়েছে দেশের দুই স্টক এক্সচেঞ্জের লেনদেন। গতকাল দুপুর একটা ৪০ মিনিটে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) এ সিদ্ধান্ত নেয়। পরে এসইসি'র সদস্য কর্মকর্তাদের সঙ্গে এক জরুরি বৈঠকে আজ বুধবার ফের স্বাভাবিক লেনদেন শুরুর সিদ্ধান্ত নেয়া হয়।
এদিকে স্টক ডিলারদের জন্য মেম্বারস মার্জিনের জামানতবিহীন লেনদেন সীমা ৫ কোটি টাকা থেকে বাড়িয়ে ১৫ কোটি টাকায় নির্ধারণ করেছে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। অন্যদিকে পুঁজিবাজারের তালিকাভুক্ত সবগুলো কোম্পানির শেয়ারের অভিহিত মূল্য (ফেস ভ্যালু) ১০ টাকার করার সিদ্ধান্ত নিয়েছে এসইসি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।