সামুতে অর্থহীন অশুদ্ধ বাংলা ও বাংলিশ শব্দ পরিহার করি
আমি সামুতে একজন নবীন লেখক, বিগত পাঁচ মাস যাবৎ বাহাত্তরটি পোষ্ট দিয়েছি এবং এ যাবৎ নয়শত চৌষট্টিটি মন্তব্য পেয়েছি। দুঃখের বিষয় এই সকল মন্তব্যের কিছু ছিলো ইমো। আর মন্তব্যের অধিকাংশ ছিলো গঠনমূলক সমালোচনা। যা আমার জ্ঞান ভান্ডারের পরিধি বাড়াতে সাহায্য করেছে। আমি এমন অনেক কিছুই জানতাম না যা সামুর বন্ধুদের মন্তব্যের মাধ্যমে জানতে পেরেছি।
সামুর সহজ ও নির্ঝঞ্ঝাট লেখার মাধ্যম আমাকে এই ব্লগের অনুগত করে রেখেছে। আমার দৃঢ় বিশ্বাস সামুর বন্ধুরা সকলেই সুশিক্ষত এবং সচেতন। আমাদের ঐতিহ্যবাহী সংস্কৃতি সমগ্র বিশ্বে একটা সম্মানজনক স্থান দখল করে নিয়েছে।
আমাদের আছে গর্ব করার মতো ভাষা আন্দোলন, যার কারণে বাংলা ভাষা আজ বিশ্বে সকলের কাছে সম্নানজনক ভাষা। বিশ্বে মাতৃভাষা দিবস পালিত হয় বাংলা ভাষার সম্মানে।
আমাদের আছে একটি গৌরবজ্জল মুক্তিযুদ্ধ। বিশ্ব দেখেছে যে, বাংলা জ্বলে পুড়ে ছারখার তবু মাথা নোয়াবার নয়। আমাদের দেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্বকাপ ক্রিকেট। আমাদের আছে গর্ব করার মতো কবি, সাহিত্যিক।
এতকিছুর পরেও কষ্ট লাগে সামুর কিছু বন্ধুদের মন্তব্যে ব্যবহৃত অর্থহীণ, অশুদ্ধ এবং বাংলিশ শব্দচয়ন।
। লেখার বা বলার সময় ইংলিশ শব্দ বা বাক্য ব্যবহার দোষের নয়। তবে তা ও শুদ্ধ হতে হবে। বাংলা এবং ইংরেজীর মিশ্রণে উদ্ভট কোন শব্দ কাম্য নয়। আমরা ব্যক্তিগতভাবে সবসময় এর ব্যবহার পরিহার করি বললেও এবং অন্য ব্যবহারকারীর সমালোচনা করতে ছাড় দেইনা ।
তার পরেও আমরা আমাদের অসতর্ক মুহুর্তে এর ব্যবহার করে ফেলি। ইদানিং রেডিও জোকিদের মুখে বাংলিশ শব্দ আমাদের মনো পীড়ার কারণ। বিজ্ঞজনরা তাদের কঠোর সমালোচনাও করেছেন। তার পরও আমরা এর আগ্রসন থেকে নিজেদেরকে মুক্ত রাখতে পারছিনা। কয়েকটি উদাহরণ ” ধইন্যা পাতা, পিলাচ, ভালইছে, সোন্দর ইত্যাদি সামুতে বহুল ব্যবহৃত শব্দ।
আমার প্রশ্ন সামুর বন্ধুদের কাছে, এগুলোকি অশুদ্ধ ও অর্থহীণ শব্দ নয়? হয়তো কেউ কেউ বলবেন এটা ব্যঙ্গ করার জন্য। বিপক্ষে আমার যুক্তি ” একজন লেখক অনেক সময়, অর্থ ওপরিশ্রম ব্যায় করে একটি লেখা পাঠকের উদ্দেশ্যে পোস্ট করে।
বিজ্ঞজনের মন্তব্য আশা করে। কেউ তার লেখা কেউ পড়ে মন্তব্য করলে সে আরো ভালো লেখায় উদ্বুদ্ধ হয়। সে এই সকল অর্থহীন অশুদ্ধ বাংলা ও বাংলিশ শব্দ আশা করেনা বলে আমার বিশ্বাস।
আমাকে আতেঁল ভাবার কোন কারণ নেই। আমি আসলেই অনেক কিছু বুঝিনা তাই অনেকেই আমাকে ছাগু, ভাদা বলে মন্তব্য ও করেছেন। আমি মাইন্ড করি নাই। তবে এর মানে খুঁজতে গিয়ে নদীথেকে সাগরে পরার মত অবস্থা। ছাগুর মানে কেউ করেছেন = ছাত্র লীগের গুন্ডা আবার কেউ বলেছেন জামায়াত ও তাদের সমর্থক হলো ছাগু।
একে বারে বিপরীত অবস্থান।
ভাদাকে কেউ বলেছেন ভারতীয় দালাল আবার কেউ এর মানে করেছেন নিরীহ গোবেচারা টাইপের কেউ। তা হলে কার মন্তব্য ঠিক? অনেকেতো ব্যক্তিগত আক্রমন করে বসে। কারো সমালোচনা করলে সে সেই মন্তব্যকারীর গুষ্ঠি উদ্ধার করে ছাড়ে। তার বিপক্ষে জনমত তৈরী করে তাকে ব্লগথেকে ব্লাক লিস্টে পাঠিয়ে দেন।
কেউ আবার এমন অশালীন মন্তব্য করে যা পড়ে বিব্রত বোধ করতে হয়। অন্যরাও বিব্রত বোধ করে। আমাদের মনেরাখা ভালো যে সামু বাংলাদেশী ভাষা ভাষীদের জন্য একটা গর্বের সামাজিক সাইট।
সমগ্র বিশ্বের বহু বাংলা ভাষাভাষীরা এর সদস্য। সুতরাং তাদের কাছে আমাদের সুনাম ক্ষুন্ন হয় এমন কোন অর্থহীন অশুদ্ধ বাংলা ও বাংলিশ শব্দ বা অশ্লীল শব্দ ব্যবহার থেকে বিরত থাকি এবং অপরকে তা না করতে উদ্বুদ্ধ করি।
সামুর বন্ধুরা আমি তোমাদের সকলকে পছন্দ করি এবং ভালোবাসি। ভালো বাসি সামুকে।
ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার সাথে একমত হলে একাত্ততা ঘোষণা করেলে বাধিত হবো। ভালো থাকবেন সবাই। আওয়াজ তুলি সামুতে অর্থহীন অশুদ্ধ বাংলা ও বাংলিশ শব্দ পরিহার করুন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।