আমাদের কথা খুঁজে নিন

   

দুনিয়ার সবচাইতে ইজি নাস্তার রেসিপি

আমি ছোট, আমাকে মারবেন না

আপনে যদি এমন কেউ হয়ে থাকেন যে জীবনেও রান্নাঘরে উকি দেয়া তো দূরের কথা স্বপ্নেও রান্না বান্না করেন নাই তাইলে এই টা আপনের জন্য আদর্শ রেসিপি। আসেন তাইলে শিখে নেই রেসিপি টাঃ উপকরণঃ ডিম ১টা পাউরুটি ১ পিস তেল ১ টেবিল চামচ গোল মরিচের গুড়া এবং লবন সাদমত। প্রণালীঃ ১। একটি কাচি দিয়ে পাউরুটির মাঝে টুকু কেটে নিন। ২।

ভেতরের অংশটুকু সরিয়ে রাখুন। ৩এবার পাউরুটির গায়ে তেল মাখিয়ে নিন অথবা তেল ব্রাশ করে নিন। ৪। এবার একটা ফ্রাই প্যানের গায়ে অল্প তেল মেখে পাউরুটিটি ভাজতে দিন। ৫।

পাউরুটির ঠিক মাঝখানে কাটা অংশের মধ্যে ডিম ভেঙ্গে ছেড়ে দিন। ৬। ডিম এর উপর আন্দাজমত লবন এবং গোল মরিচের গুড়া ছড়িয়ে দিন। ৭। একপিঠ হয়ে গেলে অন্যপিঠ উল্টে দিন এবং কিছুক্ষণ অপেক্ষা করুন।

৮। ব্যাস! হয়ে গেল সবচে ইজি নাস্তা!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।