সরকারের প্রেসনোটের প্রতিক্রিয়ায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু শনিবার এক সংবাদ সম্মেলনে বলেন, “ওই ঘটনা সম্পর্কে সরকারের কাছে যা জানতে চেয়েছি, প্রেসনোটে তা পাইনি।
“যা পেয়েছি, তা চাইনি। জাতিও তা চায়নি। ’’
হেফাজতে ইসলামের কর্মীদের তুলতে মতিঝিলে গত ৫ মে’র অভিযানে আড়াই হাজার মানুষ নিহত হয় দাবি করে এর বিচার বিভাগীয় তদন্ত চেয়ে আসছে বিএনপি।
এরপর শুক্রবার সরকার এক প্রেসনোটে ওই অভিযানের বিস্তারিত তুলে ধরে জানিয়েছে, অভিযানে একজনও নিহত হয়নি।
শামসুজ্জামান বলেন, “সরকারের পেছনে যেসব কর্তাব্যক্তিরা এই প্রেসনোট লিখেছেন, তাতে প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভানেত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী যা কিছু বলে আসছিলেন, এর চেয়ে বেশি কিছু নেই। ”
প্রেসনোটে বলা হয়, মতিঝিলে সমাবেশ চলাকালে পল্টন, বায়তুল মোকাররম, বঙ্গবন্ধু অ্যাভিনিউ ও এর আশপাশের এলাকায় ভাংচুর, অগ্নিসংযোগে নেতৃত্ব দিয়েছিলো বিএনপি ও জামায়াত-শিবির নেতাকর্মীরা।
প্রেসনোট মিথ্যা বা বানোয়াট বলছেন কি না- প্রশ্ন করা হলে শামসুজ্জামান বলেন, “আমি এরকম কোনো কথা বলিনি। যেসব বিষয় আমরা প্রেসনোটে প্রত্যাশা করেছিলাম, তা পাইনি ।
“গত ৫ মে রাতে কত রাউণ্ড গুলি নিক্ষেপ করা হয়েছিলো, কারা এই যৌথ অভিযানের নেতৃত্ব দিয়েছিলো, আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সাদা পোশাকে কারা ছিলো, তা প্রেসনোটে আসার দরকার ছিলো।
”
তিনি আরো বলেন, “ওই দিনের ঘটনা যদি ১০ মিনিটের হয়, তাহলে আমাদের প্রশ্ন কেন এত সাজ সাজ রব করা হয়েছিলো। বুড়িগঙ্গায় ভেসে গেছে অনেক রক্ত, ময়লার গাড়িতে লাশ পাচার করা হয়েছে। অভিযানের সময়ে গণমাধ্যমকে সেখানে যেতে দেয়া হয়নি। তাই ওই ঘটনা সবার কাছে রহস্যজনক অবস্থার সৃষ্টি করেছে। ”
গণজাগরণ মঞ্চের মতো করে হেফাজতে ইসলামের সমাবেশ প্রচার না করার বিষয়টি তুলে ধরে সংবাদ মাধ্যমের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন বিএনপি নেতা।
হেফাজতের সমাবেশে এর আগে কর্তব্যরত কয়েকজন সাংবাদিকের ওপর হামলা হয়েছিলো। নারী সাংবাদিকদের সমাবেশে যেতেও বাধা দেয়া হয়।
নয়া পল্টনে বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলনে শামসুজ্জামানের সঙ্গে ছিলেন- আবদুস সালাম, আবদুল লতিফ জনি, আসাদুল করীম শাহিন, শামীমুর রহমান শামীম, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, এ বি এম মোশাররফ হোসেন, সেলিম রেজা হাবিব, হেলেন জেরিন খান, টি এস আইয়ুব, মাহবুবুল হক নান্নু, সাইফুল ইসলাম টিপু, শহীদুল ইসলাম বাবুল, আ ক ম মোজাম্মেল হক প্রমুখ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।