প্রায় ৫০ কোটি ব্যবহারকারীর সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুক ১৫ মার্চ বন্ধ হয়ে যাবে কারণ সাইটটি চালাতে নাকি হিমশিম খাচ্ছেন প্রতিষ্ঠাতা জুকারবার্গ! এমনই খবর ছেপেছিল উইকলি ওয়ার্ল্ড নিউজ নামের একটি সাইট। কিন্তু আইটি সিকিউরিটি ফার্ম সফোস জানিয়েছে, উইকলি ওয়ার্ল্ড নিউজ-এ প্রকাশিত এই আর্টিকেলটি একেবারেই ফালতু। অন্যদিকে জানা গেছে, আবারো ফেসবুকের আইডিয়া নিয়ে মামলা গড়িয়েছে আদালতে। জুকারবার্গের সঙ্গে ৬৫ মিলিয়ন ডলারের জুয়ার মতোই এই মামলা। খবর সিএনএন-এর।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, ফেসবুক বন্ধের এই খবরটি ইন্টারনেট বিশ্বে চাউর হয়ে যেতেই ফেসবুকের প্রতিষ্ঠাতা জুকারবার্গও প্রাতিষ্ঠানিকভাবে ঘোষণা দেন ১৫ মার্চ ফেসবুক বন্ধ হচ্ছে না। তারপরও এই গুজবটি ডালপালা মেলছিল।
এদিকে জানা গেছে, আবারো নাকি ফেসবুকের মালিকানা নিয়ে ঝামেলায় পড়তে যাচ্ছেন জুকারবার্গ। ফেসবুকের ভবিষ্যত কোনদিকে যাবে সেটি এখন আদালতই ঠিক করে দেবে।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, ২০০৮ সালে ফেসবুক আইডিয়া নিয়ে মামলার সমঝোতা হয়ে গেলেও হার্ভার্ডের সহপাঠী ওই তিনজন আবারও জুকারবার্গের বিরুদ্ধে ফের শুনানি চেয়েছেন।
তাদের এবারের অভিযোগের বিষয় হলো, ফেসবুক তৈরি হয়েছে তাদের আইডিয়া চুরি করেই। কিন্তু তাদের সঙ্গে জুকারবার্গ যে অর্থের বিনিময়ে সমঝোতায় এসেছিলেন সেটি ছিলো নেহাত অপ্রতুল। আর সে সময় নাকি ফেসবুকের শেয়ারমূল্য অনেক কম দেখিয়েই তাদেরকে ‘বুঝ’ দেয়া হয়েছিল। একারণেই তারা এখন বলছেন, তাদের সঙ্গে স্রেফ প্রতারণাই করা হয়েছে।
টেইলর, ক্যামেরন উইংকলভস এবং ডিভা নরেন্দ্র অভিযোগ করেছেন হার্ভার্ডে পড়ার সময় তাদের আইডিয়া চুরি করেই ফেসবুক তৈরি করেছিলেন জুকারবার্গ।
কিন্তু বরবারই এই অভিযোগ অস্বীকার করে এসেছেন জুকারবার্গ।
২০০৮ সালে আইনি লড়াইয়ের পর ৬৫ মিলিয়ন ডলারে সমঝোতা হয় জুকারবার্গ এবং টেইলর, ক্যামেরন উইংকলভস এবং ডিভা নারেন্দ্র মধ্যে। সেই ঘটনারই ৩ বছর পরে আবারো মামলার পুণঃ শুনানি চেয়েছেন মামলার বাদীরা। ১১ জানুয়ারি স্যান ফ্রান্সিসকোর আদালতে আবরো শুনানি শুরু হচ্ছে আরো অর্থের দাবিতে।
জানা গেছে, মামলাটি সমঝোতার সময় বাদীদের দেখানো হয়েছে এর শেয়ার মূল্য নিতান্তই কম।
কিন্তু এবারের মামলায় জিতলে তারা আরো বেশি পরিমাণ অর্থ পাবেন। কিন্তু হেরে গেলে যে পরিমাণ অর্থের সমঝোতা হয়েছিলো তারা সেটিও হারাবেন, এমন আশঙ্কাও রয়েছে।
জানা গেছে, মামলা চলার সময় আদালতে যাবেন না জুকারবার্গ। তিনজন জজের সামনে দুপক্ষের আইনজীবীরাই শুনানি করবেন। আর মামলার রায় পাওয়া যাবে ১ মাসের মধ্যেই।
এদিকে, ফেসবুকের মালিকানা নিয়ে এই দুপক্ষের লড়াইয়ে তৃতীয়পক্ষেরও উদয় হয়েছে। ইউনিভার্সিটি অফ ম্যাসাচুসেটস এর ২৭ বছর বয়সী আরেক ছাত্র আই২হাব নামের একটি ফাইল-শেয়ারিং নেটওয়ার্কিং সাইট তৈরি করেছিলেন। যেটির সঙ্গে মিলিয়ে তিনি ২০০৪ সালে কানেক্টইউ নামে একটি সোশ্যাল নেটওয়ার্কিং সাইট তৈরি করেছিলেন। তিনি মামলা করেছেন হার্ভার্ডের এই তিনজনের বিরুদ্ধে। তার দাবী ফেসবুকের আইডিয়ায় নাকি তারও ভাগ আছে।
তাই তিনিও এগিয়ে এসেছেন হিস্যার দাবী নিয়ে।
*সুত্র: বিডিনিউজ টোয়েন্টিফোর ডট কম*
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।