কি করে মেলাবো পায়ে পায়
এমন কি হতে পারে!!
একদিন ঘুম ভেঙ্গে দেখবো,
বুকের কোনায় জমানো দু:খ গুলো আর নেই।
জানালার বাইরে গাছের পাতা ধুলো পরা বিবর্ণ নয়,
বরং সবুজের চাকচিক্যে নির্মল।
নাগরিক চাহিদার মতো জমে থাকা কাজ নেই,
অফিসে যাওয়ার তাড়া নেই,
আলস্য আর শুধু নিজের কিছু সময়।
পাশের পুকুরের ধূসর পানি গুলো আশ্চর্য্য নীল,
পুরোনো কাকেরা শহর ছেড়েছে,
কারো বাগানের গোলাপ আমার ফুলদানিতে
এমন কি হতে পারে!!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।