যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে
পূর্ব পন্ডিতদের ধারণা অনুযায়ী হাতের নখ কেটে সাপের গর্তে রেখে এলাম। মৃত নখ সাপের আশীর্বাদে আমার নখরকে শ্বাপদী করে তুলবে। এরপরে আঙুলের সাথে মটমট করে ফুটতে থাকবে আলস্য। এই একটু এভাবে, ঠিক জয়েন্টের উপরে রাখো তোমার আঙুল - এরপরে হালকা চাপ, উঠলো কি মট করে?
ভবিষ্যতের নখরগুলো দাগ কেটে যাবে বুকের মাঝে। তোমার স্তন বা আমার বুকের পশম উভয়ই আচড়ে আচড়ে বিধ্বস্থ হবে।
ছিড়েকুটে ঢুকে যাবে, কাটতে থাকবে। এখন আঘাতে শোক হয় না, ব্যাথাতুর হয় না কোষেরা। ঐখানে মরনানন্দ - জীবিত পরগাছাদের শেকর হাতরে লাভ নেই। যার বাড়ন্ত নখ কেবল সাপের গর্তে চালান হয় তার কাছে আগ্রাসী শ্বাপদ সর্পদেবের কাছে চেয়ে আনতে হবে।
সুসংবাদ এই যে আশীর্বাদে চিড়ে ভেজে নাই, ভেজেও না।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।