বন্যপ্রাণীদের বাঁচান, পরিবেশ রক্ষা করুন
আমি গত জুলাইয়ে সেগুনবাগিচার রিপোটারস ইউনিটের একটা প্রোগ্রামে গিয়েছিলাম সেখানে আমন্ত্রিত অতিথী ও অংশগ্রহনকারী ছিল ১৭ জন আর ক্যামেরা ও ভিডিও ক্যামেরা ছিল ২৬ টি !
সারাক্ষন শুধু ফ্লাস, ক্লিক, ফ্লাস, ক্লিক, ফ্লাস, ক্লিক, ............. কথা শুনার টাইম বা সুযোগ ছিল না।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফটোগ্রাফী সোসাইটিতে ভর্তি হলাম ক্লাস করতে গিয়ে ১ম ক্লাসে যা শিখলাম তাতে আমার টাকা উসুল হয়ে গেল! ঢাকা শহরের কাকের চেয়ে বর্তমানে নাকি ফটোগ্রাফারের সংখ্যা বেশী!!
এক সময় নাকি কাকের চেয়ে গিটার বাদকের সংখ্যা বেশী ছিল গিটার বাদকরা ভাত পায়নাই আর এখন ফটোগ্রাফারের সংখ্যা বেরে গেছে!!
কবিদের কথা আর নাই বললাম কবি আর কাক দুইটাই ক দিয়ে শুরু হয়..........
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।