আমাদের কথা খুঁজে নিন

   

ব্যোমকেশ সমগ্র- (৩০টি রহস্যগল্পের ডাউনলোড লিঙ্ক / রহস্য প্রেমিদের অবশ্য পাঠ্য)

"সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই।
যেভাবে সত্যান্বেষী ব্যোমকেশ বক্সীর সাথে আমার প্রথম দেখা- ২০০৫ সালের জানুয়ারির কোন এক হাড় কাঁপা শীতের দিন। কলেজ লাইব্রেরিতে বসে আছি। সকাল ১১ টা বাজে কিন্তু সূর্যের কোন দেখা নেই। আমার কলেজের নাম ইস্পাহানি পাব্লিক স্কুল এন্ড কলেজ, কুমিল্লা।

থাকি কলেজ হোস্টেলে। জানুয়ারি মাস পুরাটাই কলেজে স্পোর্টস প্রোগ্রাম, তাই ক্লাসও হচ্ছে না ঠিক মত। প্রথম ক্লাসটা হয়ে ছেলে মেয়েরা কলেজ মাঠে গিয়ে আড্ডা মারে, খেলা ধুলা করে কিন্তু আমার কেন যেন ভাল লাগে না মাঠে যেতে। তাই লাইব্রেরীতে এসেছি বইয়ের খোঁজে। ভাবছি শিতের এই মাসটা মাঠে দৌড়াদৌড়ি না করে লাইব্রেরী থেকে বই নিয়ে পড়ে মাসটা কাটিয়ে দেব।

আমাদের কলেজ লাইব্রেরীটা অনেক বড় আর অনেক বই আছে এখানে, কিন্তু আমি যে বই পড়তে ভালবাসি তা নেই। আমার পড়তে ভাল লাগে সাস্পেন্স, রহস্য গল্প কিংবা ভৌতিক গল্প। বিশাল লাইব্রেরীটার মাঝে হতাশ চোখে এদিক সেদিক তাকাচ্ছি। হতাৎ চোখ আটকে গেলে এক কোনে, অনেক গুলো মোটা মোটা বই একটা বুক সেলফে। ধীর পায়ে সেলফের নিকট গেলাম।

হুম রবিন্দ্র রচনাবলী, শরৎ রচনাবলী ইত্যাদির বিশাল ভাণ্ডার। :# ( আমি বড় বড় লেখকের বই (যাদের লেখাগুল দুর্দান্ত কঠিন ) পড়ি তবে অনেক অনিচ্ছা সত্তেও । নিম পাতার তিতা রস খাওয়ার মত মুখ করে ভাবছি কাকে সঙ্গি করব - রবিন্দ্র নাকি শরৎ কে। হটাৎ চোখ আটকে গেল সেলফের এক কোনে। খয়রি মলাটের একটা ইয়া মোটা বই।

বইটা হাতে নিলাম। দেখি বইটা "শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের" একটা রহস্য গল্প সমগ্র- নাম "সত্যান্বেষী ব্যোমকেশ সমগ্র"!! বইটা দেখেই আমার বুকে রক্ত ছলাত করে উঠল। সাথে সাথে লাইব্রেরীর পিয়নকে ১০ টাকা ঘুষ দিয়ে বইটা নিয়ে হোস্টেলে চলে আসলাম। ক্লাশ টিচারের কাছে বললাম "স্যার, আমার খুব পেটে অসুখ স্যার, আমার ডাইরিয়া স্যার। আমি মাঠে যেতে পারব না।

স্যার বললেন- যাও, হোস্টেলে গিয়ে শুয়ে থাক। আমার এখনও মনে আছে সে শীতের কুয়াশা ঢাকা দিনে আমি কম্বলের নিচে ঢুকে ব্যোমকেশের বইটা পড়ছি। লেখকের বর্ণনা শৈলী এত চমৎকার যে আমার মনে হত আমিও চরিত্র গুলোর সাথে আছি। কখনো কোন জমিদার বাড়িতে কিংবা কখনো কোন নির্জন রাস্তায়। যাই হোক, পরবর্তীতে বইটা আমি কিনেছিলাম কিন্তু এক বন্ধু পড়তে নিয়ে আর ফেরত দেয়নি ! আমি জীবনে যত বই কিনেছি তা দিয়ে অনায়াসে একটা লাইব্রেরী দেওয়া যায়, কিন্তু আমার বন্ধুরা বই পড়তে নিয়ে আর ফেরত দেয় না।

আজ অনেক দিন পর বইটার কথা মনে পড়ে গেল, ভাবলাম নেটে তো বইটার পিডিএফ পাওয়ার কথা, কিন্তু কে খুঁজবে? আমার সাথে আবার গুগল মামার সম্পর্ক ভাল না। মামা আমারে কেন যেন দেক্তারে না। তাই আমাদের আসিফ মুভি পাগলার নোটিশ বোর্ডে একটু খোঁচা দিয়া আসছিলাম। ওনার লগে আবার গুগুল মামার বেজায় খাতিল । উনি বলছিলেন যে- ওনার পরিক্ষা শেষ হলে খুঁজে দিবেন।

কি মনে করে আমি কাল রাতে গুগল মারা হেভি তেল মারলাম। মামায় আইজকা আমারে ভালা পাইল। একটু পড়ে দেখি "সত্যান্বেষী ব্যোমকেশের" পুরা ৩০ তা বইয়ের ডাউনলোড লিঙ্ক! আমি যেন আকাশের চাঁদ হাতে পেলাম। এই অসাধারন রহস্য উপন্যাসগুলো আপনাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না। আপনার পছন্দ মত ডাউনলোড করে পড়ুন, আশা করি নিরাশ হবেন না।

ব্যোমকেশের গল্পগুলোর আসল যে মজা তা হল- টানটান উত্তেজনা, সাবলিল বর্ণনাশৈলী এবং গল্পের শেষ পর্যন্ত না পড়লে বুঝার উপায় নাই কে আসলে খুনি / অপরাধী!! লেখক পরিচিতি- বাংলা রহস্য উপন্যাসের কালজয়ী চরিত্র "সত্যান্বেষী ব্যোমকেশ বক্সী"-র লেখক হলেন "শরদিন্দু বন্দ্যোপাধ্যায়"। তিনি ১৮৯৯ সালের মার্চের ৩০ তারিখে ভারতের মধ্য প্রদেশে জন্মগ্রহন করেন। তিনি একাধারে লেখালেখির পাশাপাশি বম্বে ফিল্মের স্ক্রিপটও লিখতেন। তাঁর লেখা কিছু উপন্যাস থেকে ফিল্ম তৈরি করেন বিখ্যাত লেখক এবং চলচিত্রকার সত্যজিত রায় এবং তপন সিনহা। পরবর্তীতে আরও অনেকেই লেখকের বিভিন্ন উপন্যাস থেকে ফিল্ম তৈরি করেন।

লেখক ১৯৬৭ সালে রবিন্দ্র পুরস্কার এবং একই সালে সরৎ সৃতি পুরস্কার পান। এই গুনি লেখক ১৯৭০ সালের ২২ এ সেপ্টেম্বর পরলোকে গমনা করেন। সত্যান্বেষী ব্যোমকেশ সমগ্র- এখানে আপনি পাবেন ব্যোমকেশের ৩০ টি বইয়ের ডাউনলোড লিঙ্ক। আপনাদের পছন্দ মত বইটি ডাউনলোড করে পড়া শুরু করে দিন। আশা করি এই শীতের রাতে ভালই জমবে রহস্য উপন্যাসগুলো।

১। সত্যান্বেষী- এই গল্পটি ব্যোমকেশের আত্মপ্রকাশের কাহিনী। এই গল্পে অজিতের সাথে ব্যোমকেশের পরিচয় হয়। একটি খুনের রহস্য নিয়ে গল্পটি। সাস্পেন্সে ভরপুর।

মাত্র 2.5 মেগাবাইটের বইটি ডাউনলোড করুন এখান থেকে- Click This Link ২। পথের কাটা- ব্যোমকেশ খবরের কাগজে খবর পড়ার চেয়ে বিজ্ঞাপন পড়ে বেশি। তার মতে বিজ্ঞাপনেই থাকে আসল খবরগুলো। একটি বিজ্ঞাপনের সুত্র ধরে জড়িয়ে পড়ে খুনের ঘটনায়। টানটান উত্তেজনায় পূর্ণ গল্পটির শেষে এসে আপনার মন নিশ্চিত খারাপ হয়ে যাবে "খুনির জন্য"।

মাত্র 3.7 মেগাবাইটের বইটি ডাউনলোড করুন এখান থেকে- Click This Link ৩। সীমান্ত হীরা- জমিদার শ্রী ত্রিদেবেন্দ্র নারায়ন রায়ের আমন্ত্রনে ব্যোমকেশ এবং অজিত তাহার জমিদার স্টেটে। জমিদারের হারিয়ে যাওয়া সীমান্ত হীরা খুঁজে দিতে হবে। মাত্র 2.7 মেগাবাইটের বইটি ডাউনলোড করুন এখান থেকে- Click This Link ৪। মাকড়সার রস- অঢেল টাকার মালিক পঞ্চাশ ঊর্ধ্ব অসুস্থ নন্দুলাল বাবু এক অদ্ভুত নেশা করেন মাকড়সার রস দিয়ে।

কিন্তু কেউ ভেবে কুল পাচ্ছে না যে কিভাবে এক জন অসুস্থ মানুষের ঘরে এই নেশার বস্তু কে কিভাবে সাপ্লাই দেয়, কারন তাঁর ঘরে কড়া পাহারা দেওয়া থাকে ২৪ ঘণ্টা। সে এক অদ্ভুত উপায়- জানতে হলে মাত্র 1.6 মেগাবাইটের বইটি ডাউনলোড করুন এখান থেকে- Click This Link ৫। অর্থমনর্থম- বড়লোক করালিবাবু খুন হয়েছেন নিজ বাড়িতে। কে যেন তাঁর ঘাড়ে মেডুলা আর ফার্স্ট ভাটিব্রা'র মাঝখানে সুছ ফুটিয়ে দিয়েছে। সে খুনের রহস্য ভেদ করতে গিয়েই ব্যোমকেশের পরিচয় হয় সত্যবতীর সাথে।

তারপর তাদের প্রনয়- মাত্র 3.5 মেগাবাইটের বইটি ডাউনলোড করুন এখান থেকে- Click This Link ৬। চোরাবালি- সীমান্ত হীরা গল্পে পরিচিত বন্ধু জমিদার কুমার ত্রিবেদির আমন্ত্রনে ব্যোমকেশ এবং অজিত আবার সেই জমিদার স্টেটে। জড়িয়ে পড়ে এক খুনের রহস্যে। যে খুন করেছে আপনি যখন জানবেন তখন আপনি অবাক হয়ে যাবেন। মাত্র 3.4 মেগাবাইটের বইটি ডাউনলোড করুন এখান থেকে- Click This Link ৭।

অগ্নিবান- ছোট ছেলে হাবুলের বোনের নাম রেখা। একদিন সকালে রেখা মারা যায়। সবাই বলে রেখা আত্মহত্যা করেছে। আসলে এটা কি আত্মহত্যা নাকি খুন? জানতে হলে মাত্র 2.2 মেগাবাইটের বইটি ডাউনলোড করুন এখান থেকে- Click This Link ৮। উপসংহার- ব্যোমকেশের এক পুরানো শত্রু এক খুনি।

সে খুনি ফিরে এসেছে প্রতিশোধ নিতে, চরম প্রতিশধ। মাত্র 2.1 মেগাবাইটের বইটি ডাউনলোড করুন এখান থেকে- Click This Link ৯। রক্তমুখি নীলা- মহারাজ রমেন্দ্র সিং এর ভাগ্যলক্ষ্মী পাথর "রক্তমুখি নীলা" চুরি হয়েছে। খুন হয়েছে তাঁর বিশ্বস্ত সেক্রেটারি। মাত্র 1.4 মেগাবাইটের বইটি ডাউনলোড করুন এখান থেকে- Click This Link ১০।

ব্যোমকেশ ও বরদা- এক জন সত্যান্বেষী অন্য জন ভুতান্বেষী। খুনের রহস্য উদ্ঘাতন করতে হবে। কার কথা সত্যি? সত্যান্বেষী ব্যোমকেশ?? নাকি ভুতান্বেষী বরদা? জানতে হলে মাত্র 3.2 মেগাবাইটের বইটি ডাউনলোড করুন এখান থেকে- Click This Link ১১। ছিত্রচোর- একটি ঘরোয়া পার্টি থেকে চুরি গেছে সাধারন একাটি বাঁধানো ছবি। মাত্র পিকনিকে তলা একটি সাধারন বাঁধানো ছবি বিনা কারনে চুরি যায়নি-এর পিছনে এক গভির রহস্য আছে বলে ব্যোমকেশের বিশ্বাস।

কি সেই রহস্য? জানতে হলে মাত্র 3.4 মেগাবাইটের বইটি ডাউনলোড করুন এখান থেকে- Click This Link ১২। দুর্গ রহস্য- জমিদার রামকিশোরের প্রাসাদের মানুষগুলো একে একে মারা যাচ্ছে। অসাধারন এক খুনির গল্প পড়ুন। যা পড়লে ভয়ে আপনি হয়ত এই প্রচণ্ড শিতে ঘেমেও যেতে পারেন। মাত্র 6.2 মেগাবাইটের বইটি ডাউনলোড করুন এখান থেকে- Click This Link ১৩।

বহ্নি-পতঙ্গ- রুপবতি শকুন্তলা এবং বৃদ্ধ দীপনারায়ন বাবু স্বামী স্ত্রী। এক সকালে খুন হলেন দীপনারায়ন বাবু। অসাধারন এক খুনের গল্প জানতে হলে মাত্র 5.0 মেগাবাইটের বইটি ডাউনলোড করুন এখান থেকে- Click This Link ১৪। রক্তের দাগ- যুবক ব্যোমকেশকে এক বান্ডিল টাকা দিয়া বলিল -" আমার যদি হটাত মৃত্যু হয় আপনি মৃত্যুর কারন অনুসন্ধান করিবেন"। কিছুদিন পর সত্যি সত্যি যুবকটি খুন হয়।

খুনের গল্প জানতে হলে মাত্র 3.6 মেগাবাইটের বইটি ডাউনলোড করুন এখান থেকে- Click This Link ১৫। মনিমণ্ডন- অনেক দামি হিরের নেকলেস চুরি হয়েছে এক মনিকারের বাড়ি হতে। সে এক অদ্ভুত রহস্য। না পড়লে পুরাই মিস। মাত্র 1.9 মেগাবাইটের বইটি ডাউনলোড করুন এখান থেকে- Click This Link ১৬।

অমৃতের মৃত্যু- এক অবৈধ অস্র কারবারি কে ধরতে হবে, কিনু কেউ জানে না লোকটি কে? তার মধ্যে খুন হয়েছে একজন। টানটান উত্তেজনায় ভরপুর মাত্র 3.6 মেগাবাইটের বইটি ডাউনলোড করুন এখান থেকে- Click This Link ১৭। শৈল রহস্য- আপনি কি ভূতে বিশ্বাস করেন? ব্যোমকেশকে করতে হয়েছিল এক সময়। অসাধারন এক গল্প, অদ্ভুত সে মায়াজাল। ভৌতিক ভয়ে ভরপুর মাত্র ২.6 মেগাবাইটের বইটি ডাউনলোড করুন এখান থেকে- Click This Link ১৮।

অচিন পাখি- অবসর প্রাপ্ত পুলিশ অফিসার নীল মনি বাবু তাঁর জীবনের অভিজ্ঞতা থেকে একটি অমীমাংসিত খুনের ঘটনা বর্ণনা করলেন ব্যোমকেশকে। ব্যোমকেশ কেশে গলা পরিষ্কার করে বলল- "নীল মনি বাবু, আমি মনে হয় খুনটা কে করেছে বুঝতে পেরেছি"। অসধারন মাত্র ২.6 মেগাবাইটের বইটি ডাউনলোড করুন এখান থেকে- Click This Link ১৯। কহেন কবি কালিদাস- অসাধারন এক গল্প। না পড়লে বুঝতে পারবেন না।

মাত্র 4.1 মেগাবাইটের বইটি ডাউনলোড করুন এখান থেকে- Click This Link ২০। অদৃশ্য ত্রিকোণ- বড়লোক শিব প্রসাদের ছেলে সুনীল দুশ্চরিত্র, এবং উদাসীন। তাই মৃত্যুর সময় শিবপ্রসাদ উইল করে সব সম্পত্তি লিখে দেন পুত্র বধু রেবার নামে। কিন্তু এক সময় সুনীল খুন করে রেবাকে। কিন্তু কোন প্রমান নেই পুলিশের হাতে।

তাই, ব্যোমকেশের ডাক পড়ে খুনিকে ফাঁদে ফেলে খুনের কথা স্বীকার করানোর জন্য। ব্যোমকেশ কি পারে খুনিকে ফাঁদে ফেলতে? মাত্র 1.9 মেগাবাইটের বইটি ডাউনলোড করুন এখান থেকে- Click This Link ২১। খুঁজি খুঁজি নারি- বৃদ্ধ শ্রী রামেস্বর রায় মৃত্যুর আগে উইল করেছেন। গোপন সে উইল খোঁজার দায়িত্ব দিয়ে গেছেন ব্যোমকেশকে। ব্যোমকেশ কি পারবে সে উইল খুঁজে বের করতে?? মাত্র 1.7 মেগাবাইটের বইটি ডাউনলোড করুন এখান থেকে- Click This Link ২২।

অদ্বিতীয়া- কিছু মেয়ে মানুষ ফেরিওয়ালার ছদ্ম বেশে ডাকাতি করছে। খুন হয়েছেন কিছু মানুষ। কিন্তু আসল গল্প অন্য জায়গায়। মাত্র 1.7 মেগাবাইটের বইটি ডাউনলোড করুন এখান থেকে- Click This Link ২৩। মগ্ন মৈনাক- আগুনের মত রূপবতী হেনা যখন নেংটিদের বাড়িতে এল সবার মাথা খারাপের মত অবস্থা।

সবাই হেনার জন্য পাগল। কিন্তু এই রূপবতী মেয়েটি খুন হল ঠিক ৬ মাস পড়ে। যথারীতি প্রসঙ্গ ক্রমে ব্যোমকেশের আগমন এবং সেই দুর্ভেদ্য রহস্য। মাত্র 4.8 মেগাবাইটের বইটি ডাউনলোড করুন এখান থেকে- Click This Link ২৪। দুষ্ট চক্র- তেজারতির কারবারি বিশু পাল ভাল মানুষ।

কিন্তু এইবার ভুল ক্রমে টাকা ধার দিয়েছেন এক ভয়ঙ্কর খুনি কে। খুন হবার ভয়ে বিশু পাল পক্ষাগ্রস্থ। বিশু পাল খুন হবার আগেই খুন হয়ে গেল সেই ভয়ঙ্কর খুনি!! জটের উপরে জট! মাত্র 2.0 মেগাবাইটের বইটি ডাউনলোড করুন এখান থেকে- Click This Link ২৫। হেঁয়ালির ছন্দ- মেস বাড়িতে খুন!! জমজমাট ঘাত প্রতিঘাতে ভরপুর বইটি অসাধারন লেগেছে আমার। মাত্র 1.8 মেগাবাইটের বইটি ডাউনলোড করুন এখান থেকে- Click This Link ২৬।

রুম নং টু- নিরুপমা হোটেলে খুন হয়েছে। রহস্য ঘেরা সেই খুনের তদন্তে ব্যোমকেশ এখন নিরুপমা হোটেলে। মাত্র 1.8 মেগাবাইটের বইটি ডাউনলোড করুন এখান থেকে- Click This Link ২৭। ছলনার ছন্দ- গঙ্গাপদকে খুন করার জন্য গুলি করা হয়েছে। কিন্তু গুলিটা মাথার চামড়া ঘেঁষে চলে যায়।

তদন্তে যায় ব্যোমকেশ। কিন্তু সেখানে আবার অন্য রহস্য। অসাধারন মাত্র ১.৫ মেগাবাইটের বইটি ডাউনলোড করুন এখান থেকে- Click This Link ২৮। বেনি সংহার- বৃদ্ধ বেনি মাধব কাজ থেকে অবসর নিয়ে নিজের বাড়িতে ফিরলেন। সম্পত্তির লোভে তাকে নিজের ছেলে মেয়েরা খাবারে বিষ মিশিয়ে হত্যার চেষ্টা করছে বলে তাঁর বিশ্বাস।

কিন্তু তাকে খুন করা হয় জবাই করে, সাথে খুন হয় তাঁর বিশ্বস্ত পাহারাদার। কে করেছে খুন? নিজের ছেলে ?? নিজের মেয়ে জামাই?? নাকি অন্য কেউ?? অসাধারন মাত্র ৩.৭ মেগাবাইটের বইটি ডাউনলোড করুন এখান থেকে- Click This Link ২৯। লোহার বিস্কুট- কমল বাবু ভাড়া থাকেন অক্ষয় বাবুর বাড়িতে। একদিন অক্ষয় বাবু বললেন- কমল, আমি কিছুদিনের জন্য বাইরে যাচ্ছি, তুমি বাড়ি দেখে শুনে রেখ। কিন্তু কিছু দিন পর বারিওয়ালার তালা বন্ধ ঘর থেকে যখন পচা লাশের গন্ধ আসল তখন কমল বাবুর টনক নড়ল।

অক্ষয় বাবু বাড়ি ছেড়ে যাবার আগে খুন করে গেছেন !! অসাধারন মাত্র ১.৩ মেগাবাইটের বইটি ডাউনলোড করুন এখান থেকে- Click This Link ৩০। বিশু পাল বধ- কালিচরনকে লোকজন আড়ালে শালিচরন বলে ডাকে। কারন সে তাঁর এক বিধবা শালিকে বাড়িতে রেখেছে রক্ষিতা হিসাবে। এক সময় খুন হয় কালিচরন। খুনির খোঁজে যথারীতি ব্যোমকেশ।

অসাধারন মাত্র ২.৪ মেগাবাইটের বইটি ডাউনলোড করুন এখান থেকে- Click This Link ================================= অফস!! অনেক কষ্ট করচি!!! আশা করি এই বইগুলো ডাউনলোড করে পড়বেন। এতটুকু গ্যারান্টি দিতে পারি এই আধুনিক যুগেও গল্পগুলো অনেক প্রশংসার দাবিদার। আশা করছি আপনাদের ভাল লাগবে। কম্বল মুড়ি দিয়ে লেখগুলো পড়ুন। অনেক ভাল লাগবে আপনাদের।

ভাল থাকুন সবাই।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।