আমাদের কথা খুঁজে নিন

   

ব্যোমকেশ বক্সী, বাংলার সবচেয়ে সুইট গোয়েন্দা...

পথ বাঁধতে চেয়েছিল বন্ধনহীন গ্রন্থি...

আমি মোটামুটি বইয়ের পোকা, বইয়ের আগাপাশতলা বাদ দেইনা...আর গোয়েন্দা কাহিনী আমার ফেভারিট... father brown, doctor thorndike, inspector french, doctor gideon fell, nero wolf এদের নিয়ে লেখা গুলো যে আমি পড়িনাই তার দোষ আমার না...এদের নিয়ে বই আমি অনেক খুজেও পাইনাই...পরীক্ষাটা শেষ হলে নেটে সার্চ দিয়ে দেখবো পাওয়া যায় কিনা... কারো কাছে লিঙ্ক থাকলে একটু দিয়ে দিবেন প্লীজ... শরদিন্দুর লেখা খুব সাবলীল। তার ভাষা সাধু না চলিত সেটা বলা আমার জন্য মুশকিল। আমার ধারণা মতে একে বলা যায় সাধু-চলিত কিংবা চলিত-সাধু। মজার ব্যাপার হল এটা পড়ার পর আমার নিজের কথাও এরকম হয়ে গিয়েছিল, না সাধু না চলিত... কোন কোন লেখক আছেন যারা প্রথমে খুব সুন্দর করে লেখা শুরু করলেও সেই সাবলীলতা ধরে রাখতে পারেন না। একই ডিটেক্টিভ নিয়ে অনেক লেখার মধ্যে একঘেয়েমি চলে আসেই, আরও একটা কথা হল প্রথম লেখা ভাল এরকম অনেক লেখক আছেন, কিন্তু সেই মান টা ধরে রাখতে পেরেছেন যারা তাদের মধ্যে শরদিন্দু একজন। আমি গোয়েন্দা কাহিনীর ভক্ত তাতো বললাম ই...পড়া শুরু করেছিলাম সেই কোন ছোটবেলায় ফেলুদা দিয়ে...ফেলুদা ছেড়ে অন্য কাউকে আমার এতোটা পছন্দ হবে সেটা ভাবিনাই কখোনও...কিন্তু ব্যোমকেশ পড়ে ব্যোমকেশ, সত্যবতি, অজিত তিন জনেরই প্রেমে পড়লাম...এরা এত্ত সুইট যে কি বলব...[খায়া ফেলাইতে মন চায়...] আমি বলব যে যদি বই পড়তে ভালবাসেন তাহলে এটা পড়া উচিত... নীলক্ষেতে এটার ফটোকপি এডিশন ২০০ টাকা, আর অসাধারন বাঁধাই এবং কাগজ ওয়ালা ভদ্র এডিশন [বেশী না] এই ধরেন ৭০০-৭৫০ টাক...[...]... কালেকশনে রাখতে চাইলে কিনবেন ভাল...তার আগে আমি কিছু pdf যেগুলা নেটে পাওয়া যায় তার address দিলাম... http://www.esnips.com/web/bomkesh এখানে ব্যোমকেশ এর প্রথম ৪ টা গল্প আছে, কোন একটা কারণে আমি লিঙ্ক যুক্ত করতে পারছিনা... Click This Link এখানেও ঐ প্রথম ৪টা গল্পই আছে কিন্তু আরো অনেক জোস বইয়ের pdf আছে তাই দিয়ে দিলাম...এগুলা থেকে আসলে download হবে কিনা আমি জানিনা...[না হইলে মাফ কইরা দিয়েন]... আমি আর খুজতে চাইতেসিনা পড়তে বসতেছি...কেউ আরো কিছু পাইলে add কইরা দিয়েন...পীলিজ... Click This Link এইটাতে কিছু আছে কিনা জানিনা...চেকাইবার টাইম নাইক্কা...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।