আমাদের কথা খুঁজে নিন

   

ফালানির মৃত্যুর প্রতিবাদে ঢাকার সমাবেশ নিয়ে কয়েকটা পর্যবেক্ষণ



মাসুদ ভাই এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ আয়োজনের কষ্টটুকু নিজেদের কাঁধে তুলে নেয়ার জন্য। নিচের লিংকের প্রতি সবার দৃষ্টি আকর্ষণ করছি: গর্জে ওঠো ঢাকার বন্ধুরা এই প্রসঙ্গে কয়েকটা গুরুত্বপূর্ণ ব্যাপার যেগুলো আমার মনে হচ্ছে একটু মনে করিয়ে দেয়া দরকার: ১. আমাদের এই প্রতিবাদের মূল উদ্দেশ্য কী? আমার মনে হয় - সরকার, সমাজ, রাষ্ট্রযন্ত্রের ঘুম ভাঙানো। To place a statement, right? চট্টগ্রামের সমাবেশের খবরে কিন্তু পড়লাম না যে সরকার বরাবর কোন স্মারকলিপি দেয়া হয়েছে (আমি নাও জানতে পারি)। আমাদের প্রতিবাদ সমাবেশ নীতিগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার কিন্তু আমাদের কিন্তু বুঝতে হবে এটা কোন বিচ্ছিন্ন ঘটনা ছিল না, অতএব, আমাদের নিশ্চিত করতে হবে আমরা যেন এই ঘটনার পুনরাবৃত্তি রোধে একটা অবস্থান নিতে পারি। শুধু সরকারকে গালি দিয়ে বা বি এস ফ এর পতাকা পুড়িয়ে এটা হবে না।

২. শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন সমাবেশ আয়োজন করলে জনসমাবেশ নিশ্চিত হয়, কিন্তু একই সাথে নিশ্চিত হয় আমরা আমাদের দাবি পেশ করার জন্য কাউকে সেখানে পাচ্ছিনা। ৩. আনু মুহাম্মদ, জাফর ইকবাল, সিরাজুল ইসলাম এনাদের উপস্থিতি/মতামত/সমর্থন নিশ্চিত করতে পারলে গণমাধ্যমগুলোতে কাভারেজ নিশ্চিত করা যায়। ৪. পুরো সমাবেশ একই ধরনের মতামত এবং বক্তব্য ধারণ করা। আমার অভিজ্ঞতায় দেখেছি, এই ধরনের সমাবেশগুলোতে মার্কামারা রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা infiltrate করে নিজেদের বক্তব্য এবং উপস্থিতি জানান দেয়, এটাকে শক্তহাতে প্রতিহত না করতে পারলে সমাবেশের মূল উদ্দেশ্য ব্যর্থ হতে বাধ্য। (আমার দেশের অনলাইন সংস্করনে প্রকাশ, চট্টগ্রাম সমাবেশে বক্তারা আমার দেশ সভাপতির মুক্তিও দাবি করেন, how on earth? আমি ব্যক্তিগতভাবে তার গ্রেফতারকে নিছক রাজনৈতিক মনে করি, কিন্তু সেটা প্রকাশের মঞ্চ ফালানির লাশ নয়।

) অনুগ্রহ করে, সবাইকে ব্যাপারগুলো ভেবে দেখার আহ্বান জানাচ্ছি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.