আমাদের কথা খুঁজে নিন

   

ফালানির জন্য ...



# আমাদের নেতারা সব নপুংসক হয়ে গেছে। ভারতের লাগাতার হত্যাকাণ্ডের বিরুদ্ধে খামোশ বলার মত কেউই আর নেই। #‌‍ শয়তানের কাছে তারা তাদের বিবেক বন্ধক রেখেছে। # ২০১১ সালের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহেই ভারতীয় বিএসএফ সদস্যরা কুড়িগ্রাম সীমান্তে ফালানি নামে ওই কিশোরীকে গুলি করে হত্যা করে। দুদিন পরেই তার বিয়ের কথা ছিল।

# শুধু ফালানিই নয়, গত ১০ বছরে বিএসএফের হাতে এমন নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছে এ দেশের ৯২২ নারী-পুরুষ (২০১২ পর্যন্ত)। # ‘সারাবিশ্বে তিনটি সীমান্তে তারকাঁটার বেড়া আছে। তার একটি হল আমেরিকা-মেক্সিকো সীমান্ত, অপরটি ইসরায়েল-ফিলিস্তিন আর শেষটি ভারত-বাংলাদেশ সীমান্ত। কিন্তু একমাত্র ভারতই সীমান্তে বাংলাদেশের মানুষকে নির্বিচারে গুলি করে হত্যা করছে। তাদের সিপাইরা হাতের নিশানা ঠিক রাখার লক্ষ্যবস্তু হিসেবে আমাদের মা-বোন-ভাইকে বেছে নিয়েছে।

' # ফালানি কেবল একজন কিশোরী নয়, সে এদেশের আট কোটি নারীর মুখ। তাকে এভাবে নির্মমভাবে খুন করার প্রতিশোধ অবশ্যই নেয়া হবে। ধ্বংস হয়ে যাবে দিল্লির তখতে তাউস। যার লক্ষণ ইতিমধ্যে জম্মু-কাশ্মির-বিহার-আসামসহ সর্বত্র ছড়িয়ে পড়েছে। # বন্ধুরাষ্ট্র বলে কোন শব্দ রাষ্ট্রবিজ্ঞানে নেই, হবে শত্রু রাষ্ট্র।

যেকোন মুহূর্তে যেকোন দেশ আক্রমণ করতে পারে। সেকারণে সীমান্ত নিরাপত্তায় গঠন করা হয় বাহিনী। আর চূড়ান্ত যুদ্ধের জন্য থাকে সেনাবাহিনী। # ভারত আমাদের প্রতিনিয়ত আক্রমণ করে আসছে। আমাদের মানুষকে মারছে।

তাকে বন্ধু রাষ্ট্র হিসেবে মনে করি না। দেশের সাধারণ মানুষ ঐক্যবদ্ধ হয়ে যেখানে গুলি সেখানেই প্রতিবাদ আর তাদের পণ্য বর্জনের মাধ্যমে এই শত্রু রাষ্ট্রের উচিত জবাব দিতে পারি। #

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.