আমাদের কথা খুঁজে নিন

   

আমার সহব্লগার দের কাছে খোলা চিঠি

একদিন আমাদের স্বপ্ন পূরন হবেই। বাংলাদেশ একদিন সোনার বাংলা হবেই।

আমার প্রিয় সহব্লগার, সামহোয়্যার ইন ব্লগের সকল এডমিন, মডারেটর ও আমার সহ ব্লগার দের ধন্যবাদ দিয়ে শুরু করছি। আজ কিছুক্ষন আগে আমার এই ব্লগে ১ বছর পূরন হল। অনেক ভাল লাগছে এই ব্লগের সাথে ১ বছর অতিক্রম করলাম।

আবার একি সাথে মনে হচ্ছে যে এই ব্লগে আসার নেপথ্যের ঘটনা। এই ব্লগে আমি পদার্পন করি আমার এক বন্ধুর দেখাদেখি। সে এই ব্লগে আরো পূরাতন। অনেকদিন ধরেই ব্লগে লেখালেখি করে থাকে। স্বাভাবিকভাবেই, সে তার পছন্দের কোন পোস্ট অথবা নিজের লেখা পোস্ট ফেসবুকে লিঙ্ক দিয়ে শেয়ার করত।

প্রতিবার তার শেয়ার করা পোস্ট পড়তে গিয়ে আমার পরিচয় হয় সামহোয়্যার ইন ব্লগ এর সাথে। বাঁধ ভাঙার আওয়াজ তুলে যে ব্লগিং জগতের দিগন্ত উন্মোচনকারী। আমি কিছুই জানতাম না ব্লগিং সম্পর্কে এই ব্লগের সদস্য হওয়ার আগে। তবে নাম শুনেছিলাম আমার ঐ বন্ধুর কাছেই। ইঞ্জিনিয়ারিং এর পড়াশোনার পাশাপাশি তাই মাঝেমাঝে সময় সুযোগ পেয়ে ভিজিটর হিসেবেই ঢুঁ মারতাম এই ব্লগিং জগতে।

তবে পরবর্তিতে নিজের জন্যই চিন্তা ভাবনা করে একটা ব্লগিং নিক রেজিস্ট্রেশন করালাম। এরপর প্রথম পাতায় প্রবেশাধিকার পেতে প্রায় ৪-৫ মাস লেগে যায়। এর অবশ্য কারন আমি ব্লগে খুব বেশি লেখালেখি করিনা। ১ বছরে আমার পোস্ট সংখ্যা মাত্র ১০ টি (এই পোস্ট সহ)। তবে আমি ব্লগ পড়তে খুব পছন্দ করি।

ভাল লেখক না হলেও আমি ভাল পাঠক। এক সময় যেমন ফেসবুকে দিনের মধ্যে অসংখ্যবার লগ-ইন করতাম তেমনি এই ব্লগে এখন অসংখ্যবার লগ-ইন করি আর সব থেকে বেশি অবসর সময় কাটে এই ব্লগে। সময় পেলেই আমি ছুটে চলে আসি এই ব্লগিং জগতে। তাই ভাল লাগাটা যে কাজ করে তা বলাই বাহুল্য। তাই বিশ্বের মানুষের কাছে না হোক, অন্তত আমার কাছে ফেসবুকের উপরে সামহোয়্যার ইন ব্লগ শ্রেষ্ঠত্যের দাবী রাখতেই পারে।

পত্রপত্রিকা মারফত একবার শুনেছিলাম যে ফেসবুক যদি একটি রাস্ট্র হয় তাহলে তার জনসংখ্যার বিচারে ফেসবুক হবে বিশ্বের ৪র্থ বৃহত্তম রাস্ট্র। আর আমি বলব, এই ব্লগ যদি একটি রাস্ট্র হয় তাহলে এটি হবে পৃথিবীর সবথেকে সুখী ও সমৃদ্ধশালী রাস্ট্র। এখানে সবথেকে ভাল লাগে যে বিষয় তা হল, ব্লগাররা বেশিরভাগ নিজেদের মধ্যে পরিচয় নেই, হয়ত কোনদিন দেখাও হবে না। তবে এই ব্লগের মাধ্যমে তাদের মধ্যে এক অদ্ভুত মেলবন্ধন স্থাপিত হয়েছে। রক্তের সম্পর্কই যে শুধু আত্মার সম্পর্ক তৈরী করেনা, তার এক যুগান্তকারী দৃষ্টান্ত এই ব্লগ।

ধর্ম বর্ণ নির্বিশেষে এক অপরূপ বন্ধুত্বের বাঁধনে বাঁধা সকলে। সবার দিন সুন্দর ও মোহময় হোক। ভাল থাকুন সকলে। আসুন একটি সুন্দর ব্লগ পরিবেশ গঠনে আমরা সকলে মিলে কাজ করি। সকলের ব্লগিং সুখী হোক।

জ্যোতি (স্বপ্ন দিগন্ত)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.