বাস্তবতা ফেরী করে বেড়াচ্ছে আমার সহজ শর্তের সময়গুলোকে
যে পোস্টটিতে মন্তব্যটি করা হয়েছিল, সেই পোস্ট থেকে মন্তব্যটি মুছে ফেলা হয়েছে। মন্তব্যটি দেখতে গিয়ে তাই বুঝতে পারলাম। কিন্তু সহব্লগার মানুষ -এর পোস্ট থেকে কমেন্টটির স্ক্রিণ শট দেখলাম। চরম হতাশ হলাম ব্লগার বাবুয়া -এর কমেন্টে। সহব্লগার সম্পর্কে এই ধরনের মন্তব্য কোনভাবেই প্রত্যাশিত নয়।
সেদিনের বইমেলার আড্ডায় আমিও ছিলাম। খুব প্রানবন্ত আড্ডা হয়েছিল। ব্লগারদের মধ্যকার বোঝাপড়া স্পষ্ট হয়েছিল মানবিক একটি কাজ করতে গিয়ে। সেই পর্যায় থেকে ব্লগে এসে যখন সহব্লগার সম্পর্কে এই ধরনের কমেন্ট কেউ করে এবং এই ধরনের কমেন্ট পড়তে হয় সেইটা চরম হতাশার।
যখন ইকুয়াল জাস্টিসের কথা বলি তখন সমভাবে তা সকলের জন্য প্রযোজ্য।
ব্লগনীতি বলেন আর রাষ্ট্রীয় আইনই বলেন, বিধিবদ্ধ নীতি কিংবা আইনের জুরিসপ্রুডেন্স অনুযায়ী সকলেই অপরাধ কিংবা কৃতকর্মের জন্য সবভাবে বিচারের মুখোমুখি হবে। সুতরাং উক্ত কমেন্টের জন্য কি প্রদক্ষেপ নেওয়া উচিত তা ঠিক করুক সামহ্যোয়ারইন ব্লগ কর্তৃপক্ষ।
তবে ব্লগার হিসাবে সহব্লগারকে নিয়ে করা এই ধরনের কমেন্টের তীব্র প্রতিবাদ করছি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।