ক খ গ ঘ...
আজ সকালে এই পোস্ট টা দিয়েছিলাম -- মিরপুরীয়ান রা একটু হাত তুলেন... হাতে হাত মিলাই
এরপর আকাশ পাগলার রিপোস্ট পোস্ট- Click This Link
মিরপুরের ব্লগার গণ ভাল রকম সাড়া দিয়েছিলেন।
কিন্তু সমস্য হল ক্রিকেট স্টেডিয়াম টা আড্ডা-র জন্য ঠিক করা হলেও অনেকে আবার এর নিরাপত্তা নিয়ে শংকিত। তবে ঈদের আগ পর্যন্ত ঐখানে একটা মেলা চলবে, তাই আশা করা যায় ১৮ তারিখে ওখানে আড্ডা দেয়া নিরাপদ। এই আড্ডা-র মূল থিম হবে ঈদের পর একটা বড় জাম্পেস আড্ডা দেবার মূল প্রণালী বের করা।
তাই চলে আসুন ১৮-৯-২০০৯ তারিখ শুক্রবার, মিরপুর ক্রিকেট স্টেডিয়াম।
শুধু মিরপুর বাসী নন, বাইরের ব্লগারগণ-ও ফুল ফ্যামিলি সহ আসবেন কিন্তু
তবে সময় টা ভুটাভুটি করে ঠিক করি-আপনারা কখন চান?
১.- ইফতারে-র আগে, সে ক্ষেত্রে- ইফতারের জন্য খরচ নিজেদের উপর চান্দাবাজি করে নিজেদের-ই পেট শান্ত করতে হবে
------____-------অথবা----___-----
২.- ইফতারে-র ৩০ মিনিট পর, ৭-৩০ এর মধ্যে সবাই জমায়েত হওয়া। এ ক্ষেত্রে ফুচকা -চটপটি-পুরি-চা খাওয়া যায়, হাস্যরসে ঝুলে ৯টা পর্যন্ত আড্ডা দেওয়া যায়।
আর সামনেই তো বুটিক হাউজ গুলো আছেই। মার্কেটিং-ও ফাকে সেরে ফেলতে পারবেন
এখন মতামতের অপেক্ষা। আপনাদের মতামতের উপর-ই সময় নির্ধারন হবে।
আমারটা হল, ,
আর আকাশ পাগলা এর- ।
ফাইনাল আপডেট :::::-- আকাশ পাগলা ও তাহসিন ভাই এর পরামর্শে -- আড্ডাটা শুরু হবে ৫টার সময়। এবং যারা ঐসময় ব্যাস্ত থাকবেন তারা ইফতার এর পর আমাদের সাথে যোগ দেবেন।
______________শুভকামনা- ঈদ মোবারক________________
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।