আমাদের কথা খুঁজে নিন

   

যে বিষয়টি বানসালির কাছ থেকে আশা করা যায়নি ...



বলিউডের চিত্র-পরিচালকরা সাম্প্রতিক সময়ে সম্ভবত নতুন গল্পের প্লট খুজে পাচ্ছেন না। হিন্দি ছবিগুলোতে কপি-পেস্টের ছড়াছড়ি দেখে তা'ই মনে হচ্ছে ! আমার খুব প্রিয় একজন পরিচালক সঞ্জয় লীলা বানসালির সর্বশেষ নির্মাণ গুজারিশ মুভি দেখতে বসে হতাশ হতে হলো। মুভির এক চতুর্থাংশ সময়েই মনে হলো "হুম, এ গল্পটা কেন যেন চেনা চেনা লাগছে !! '' । দু'টি ছবি থেকে গল্প হুবুহু কপি কিংবা আংশিক পরিবর্তন করে ছবি নির্মাণে কোন কৃতিত্ব আছে কি-না আমার জানা নেই। অপরদিকে ছবির অধিকাংশ উল্লেখযোগ্য ডায়ালগ কপি করা হয়েছে ১৯৬৮ সালে নির্মিত Romeo and Juliet ছবি থেকে ! বানসালিকে সাধুবাদ দিতে না পারলেও হৃত্তিক তার অসাধারণ অভিনয়ের জন্য প্রশংসা পেতেই পারেন।

এ মুভিতে হৃত্তিক তার সবটা দিতে পেরেছেন বলে মনে হচ্ছে। যে দু'টি গল্প থেকে গুজারিশের জন্ম: ১। Whose Life Is It Anyway? ১৯৮১ সালে মুক্তিপ্রাপ্ত অস্ট্রেলিয়ান মুভি। ২। The Sea Inside ২০০৪ সালে মুক্তিপ্রাপ্ত স্প্যানিশ মুভি ( স্প্যানিশ নেম Mar adentro)।

যারা গুজারিশ দেখেছেন, তারা নতুন করে উপরোল্লিখিত মুভি দু'টো দেখতে পারেন। দৃষ্টিনন্দন চাকচিক্য, ভিজুয়াল কারিগরি প্রযুক্তি আর চুরি করা সফল গল্প একটি মুভির ভিত হতে পারে না। পরিচালকের ইউনিক ভাবনা একটা মুভির পুরো নির্মাণশৈলীতে পরিবর্তন আনতে পারে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.