আমাদের কথা খুঁজে নিন

   

বিষয়টি নিয়ে কি ভাবা উচিত নয়?

ুাুিইাু্

সামুর সাথে আমার অনেক দিনের সম্পর্ক কিন্তু তেমন আসা হত না সামুতে। গত মাস ছয়েক ধরে আমি সামুতে প্রতিদিন একবার করে হলেও আসতাম। ভালই লাগত, অনেক অজানা কছু জানা হচ্ছিল, আবার মাঝে মাঝে অনেক অজানা অচেনা মানুষের সাথে পরিচয় হচ্ছিল। ভালই কেটে যাচ্ছিল দিনগুলো…নিচের লেখা গুলো পড়ার জন্য আপনাদের কাছে বিশেষ ভাবে অনুরোধ করছি। ভাল না লাগলে মাইনাস দিয়ে যান।

কিন্তু একবার হলেও একটু পড়ে যান......। । আমার সামু সম্পর্কে একটা ধারনা ছিল যে এখানে সবাই মনে হয় নিরপেক্ষ, সবাই মনে হয় সখের বশে লেখালেখি করে, আবার অনেকেই মনের কথা গুলো প্রকাশ করে সামুতে। আবার অনেকের সাথে অনেকের তর্ক বিতর্ক লেগে যেত। কিন্তু আমি ভাবতাম সেটা নিতান্ত আনন্দের জন্য।

কিন্তু গত কয়েকদিন ধরে আমি লক্ষ্য করলাম যে সামুও আমাদের দেশের রাজনীতি থেকে মুক্ত নয়। এখানে একদল আরেক দলকে দোষারোপ করছে, বাজে কথা বলছে একে অপরকে নিয়ে। খুব মনটা খারাপ হয়ে গেছে এখন আর সামুতে আসতে ভাল লাগে না এসব দেখে। এই কয়েকদিনে আমি কোনো ভাল লেখাত পেলাম না, বরং রাজনীতিতে আলোচনাতে ছিল ছড়াছড়ি। যার অধিকাংশ ছিল বিভ্রন্তিকর।

আমরা যারা সাধারন মানুষ আমরা আর কোথাই যাব? আর কোথায় গেলে এইটা থেকে মুক্তি পাব? আমি বলছিনা যে রাজনীতি নিয়ে আলচনা হবে না তা না। আলোচনাতো থাকবেই কিন্তু সেটাকে আমরা গঠনমূলক করতে পারি না? আমরা কি পারি ভূল তথ্য গুলো না দিয়ে সঠিক তথ্যগুলো রেফারেন্স সহ দিয়ে দিতে পারি না? এদানিং দেখা যাচ্ছে বেশ কিছু বিষয় নিয়ে খুব আলোচনা চলছে কিন্তু এর মধ্যে কোনটা সঠিক আর কোনটা ভুল সেটা আমরা যারা ইতিহাসের মানুষ না বা আমরা যারা ইতিহাস নিয়ে লেখালেখি করিনা তাদের জন্য বেশ বিভ্রান্তি কর। আমি সামুর সকল ব্লগারদের অনুরোধ করব আসুন ভাই আমরা সবাই একটু সচেতন হই, আমরা সবাই সঠিক তথ্যগুলো নিয়ে আলোচনা করি…… এখানে আমাদের মত অনেক মানুষ আছে যারা ১৯৯০-১৯৯৫ এর পরে জন্ম। তারা এই সমস্ত ইতিহাস জানে না… এইসমস্ত মানুষগুলোও কিন্তু আমাদের সামুর পরিবারের সদস্য। কিন্তু আমাদের সামান্য কিছু ভুলের কারনে আমরা কি চাইব আমাদের নতুন প্রজন্ম সঠিক তথ্য থেকে বঞ্চিত হোক? আমি জানি আমার সাথে অনেকেই একমত হবেন না।

আবার অনেকেই এসেই মাইনাস দিয়ে চলে যাবেন। কিন্তু আমি সবাইকে অনুরোধ করব দয়া করে বিষয়টি নিয়ে ভাবুন। আমি হয়ত বিষয়টিকে সঠিকভাবে তুলে ধরতে পারিনি। সকল প্রকার ভুলের জন্য ক্ষমা মার্জনিয়……

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.