ডিজি টাল (ডিরেক্টর জেনারেল অব টাল)
একাত্তরে মানবতার বিরুদ্ধে অপরাধের সঙ্গে জড়িতদের বিচার প্রক্রিয়া,
সরকারের পরিকল্পনা, সাধারণ মানুষের মতামত ও বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিক্রিয়া জানতে
ঢাকা এসেছিলেন যুক্তরাষ্ট্রের যুদ্ধাপরাধ বিষয়ক বিশেষ দূত স্টিফেন ব়্যাপ।
সবকিছু দেখে তিনি মিডিয়ার কাছে যা বলেছেন, তা নাকি ঠিকমতো মিডিয়ায় আসেনি। মিডিয়ায় কোথায় যেন একটা তফাৎ হয়ে গেছে বলে খালামনির মনে হয়েছে।
কিন্তু আমরা যারা যুদ্ধাপরাধীদের বিচারের আশায় সরকারের দিকে চেয়ে আছি তাদের আশার মুখে কিছু হলেও মেঘ ছড়িয়ে গেছেন স্টিফেন।
কারণ তিনি যা বলে গেছেন, তাতে এই বিচারকে আন্তর্জাতিক মানে নিয়ে যেতে আরও অনেক কাঠ খড় প্রয়োজন।
কিন্তু আমলীগ সেই কাঠখড় পোড়াতে চায় না। কী করতে চায় তাও স্পষ্ট নয়।
এখন মনে হচ্ছে স্টিফেন আসল বিষয়টিই বলে গেছেন। কিন্তু আওয়ামী লীগের তা পছন্দ হয়নি। তাই মনে হচ্ছে ফাঁক, তফাৎ ইত্যাদি।
স্টিফেন যা বলে গেলেন তা গোটা জাতি জেনে গেলো আর তাই মিডিয়ার দোষ।
নিজেদের দুর্বলতা ঢাকতে এত ফন্দিফিকির এই দলটির নেতাদের!
এদের জ্ঞান দান কে করবে? জনগণ?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।