আমাদের কথা খুঁজে নিন

   

আমাদের সাহারা খালামনি নতুন কথা কৈসেন

থেমে যাবো বলে তো পথ চলা শুরু করিনি। সাহারা খালামনি অনেক কাল আগে থেকেই গুলশান-ক্যান্টমেন্ট থানায় নির্বাচন খেলতেন। কিন্তু যতদূর মনে পড়ে হাইরা যাইতেন। উনি প্রথম এমপি হৈলেন ২০০৮ সালের ইলেকশানে। আর পরথম বারেই এক্কেবারে মিনিস্ট্রিতে।

তাও কি যে সে মিনিস্ট্রি না, হোম মিনিস্ট্রি। মানে তারে আর পায় কেডা? এর পরে উনার আন্ডারে থাকা মগবাজারের হোটেলগুলা তো ফাটাফাটি ব্যবসা কর্তাসে। পুলিশ মাঝে মাঝে যায়, আর সব সময়ে ফ্রি কইরা রাখে। উনার রেস্ট হাউজের ব্যবসাও ভালোই চলতাসে। উনার হোটেল বা রেস্ট হাউসে থাকলে কুনু সমস্যা হয় না, পুলিশ যায়ও না।

হাজার হইলেও তো হোম মিনেস্টারের হুটেল, রেস্ট হাউজ! তো খালামনি লেটেস কথাডা কৈসেন হরতাল নিয়া। কৈসেন, আম্লীগ ক্ষমতা থেকে বাইরে গেলে হরতাল দিবে না। হা হা হা শূইন্যা বেপক মজা পাইলাম। কথাডা খুব চিনা চিনা লাগেসে। মনোহয় ১৯৯৬ সালের ইলেকসানের আগে সাহারা খালার বড় আপা এই রকমের একডা কথা কৈছিলেন।

আমাদের সব কথা তো মনো থাকে না, কেম্নে যে কি কৈ। পরে না নেত্রী অবমাননা কেসে ফাইসা যাই!! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.