আমাদের কথা খুঁজে নিন

   

কম্পিউটারের মাদারবোর্ড বা প্রসেসর এর সিরিয়াল নাম্বার বের করবেন কিভাবে? (হালকা টেকি পোস্ট)

http://www.facebook.com/doyougo

এরকম সমস্যা প্রায়ই পরতে হয়। কেউ যখন প্রশ্ন করে মাদারবোর্ডের মডেল কত? অথবা সিরিয়াল নাম্বার কত। উপায় জানা না থাকলে খুব সহজেই যে এই তথ্য গুলো বের করা যায় তা কিন্তু না। তবে হাতের কাছে ক্যাশ মেমোটা থাকলে একটু সহজ, আর না হয় পিসিটা খুলে ম্যাগনিফাই গ্লাস দিয়ে সিরিয়াল নাম্বার খুজা। কিছু থার্ড পার্টি সফটওয়্যার অবশ্য এসব বের করে দিতে পারে।

কিন্তু আরও সহজে যদি এই তথ্য গুলো জানতে চান তারও সমাধান আছে। আমি যেই ফিচারটার কথা বলছি এর নাম Windows Management instrumentation Command-line (WMIC)। এই কমান্ডলাইন এর ফিচার দিয়ে পুরা উন্ডোজকেই কন্ট্রোল করা সম্ভব। থার্ড পার্টি সফটওয়ার গুলোও মুলত এই টুলসটা ইউজ করে কাজ করে। WMIC তে কাজ করার জন্য আপনাকে Command Prompt খুলে WMIC লিখতে হবে অথবা Run এ WMIC লিখে ওকে করতে হবে।

প্রথম বারের মত এই টুলসটি চালালে লিখা আসবে যে এটি ইনস্টল হচ্ছে। ইনস্টল হয়ে গেলে wmic:root\cli> এরকম দেখাবে। এখন শুধুমাত্র প্রয়োজনীয় ডিভাইস এর জন্য আলাদা আলাদা কমান্ড লিখলেই হলো। যেমন মাদারবোর্ড এর তথ্যের জন্য baseboard লিখে এন্টার করুন, প্রসেসর এর জন্য cpu, মেমোরি এর জন্য physicalmem, bios সম্পর্কিত তথ্যের জন্য bios । এসব ছাড়াও আর কি কি কমান্ড আছে তার জন্য wmic:root\cli> এই উইনডোতে /? লিখে এন্টার দিন।

এরপর নিজের মত করে টেস্ট করেন! কিছু কিছু ওএস এ wmic এর সব কমান্ড কাজ নাও করতে পারে যদি ডিভাইস ড্রাইভার সঠিক ভাবে ইনস্টল না থাকে। আবার উইন্ডোজ এর অনেক গুলো ভার্সনে wmic কাজেই করবে না। যেমন windows home edition (xp, 7, vista)।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.