আমাদের কথা খুঁজে নিন

   

সালার শিবির, সারা দিন লাশ ফেলায়া ......

পরিচয় দিতে আগ্রহী নই। সালার শিবির, সারা দিন লাশ ফেলায়া অহন আইসোস ফেসবুকে "আমাগো নেতা মুহাম্মদ (সঃ)" শুনাইতে!!!! তোরা এই মাদ্রাসার পোলাগো সামনে পাঠাইয়া গুলি খাওয়াছোস কস যে জান্নাত পাইবো। ওই হারামীর দল, মুহম্মদ(সঃ) সময় অমুসলিম দের গায়ে একটা আচর ফেলছে কেউ? তোরা ইসলাম না মাউদুদি করস, তোগো মাউদুদি বাদ লইয়া পাকিস্তান যা, এখানে শুধু নবীর দেখানো ইসলাম যায়েজ, বহুত হইছে তোগো মাউদুদি বাদ। আমি মুহম্মদ (সঃ) এর দেখানো ইসলামের পথে চলতে রাজি আছি, আল্লাহর আদেশ মেনে নিতে রাজি আছি, কিন্তু আল্লাহ র নাম কইয়া কোন গোলাম আজম বা সাইদির কথা মেনে নিতে রাজি নোই। জামাত শিবির এর রাজনীতি বন্ধ হোক, তাদের অর্থায়ন ও লাভজনক সকল প্রতিস্থান বন্ধ হোক।

আর আমার ফেসবুক শিবির ফ্রেন্ড'স, সে যদি আমার শিক্ষক ও হয়, তাহলেও একটা ই কথা বলবো, যেখানে পাও ছাগু দের গদাম দাও। গদাম ভাদা দের ক্ষেত্রেও প্রযোজ্য। আমি সাধারনত এরকম লিখি না, কিন্ত আজকের জামাত তান্দব দেখলাম, এবং আমার খুব পরিচিত একজন তাদের দ্বারা ভয়াবহ ভাবে আহত হয়ে হাসপাতালে, জীবন বাচানো তাই বিপদের হয়ে গেছে, তাই লিখতে বাধ্য হলাম। তার উপরে রাতে ফেবু তে তাদের ধর্ম বয়ান শুনে তো মেজাজের পুরো বারটাই বাজলো। তাই মনের ১০% রাগ ঝাড়লাম।

এটা জানতে চেয়েন না বাকি ৯০% ঝাড়লে কি অবস্থা হবে! জামাত শিবির আগামি নির্বাচনে যেনো অংশ না নিতে পারি, আর বি এন পি এদের সহায়তা করার জন্য সাধারন জনগনের কাছে ক্ষমা চায়, এই দাবি রাখছি, সবাই এই দাবি তুলুন, এদের প্রতিহত করুন, যে যেখান থেকে পারেন। এখন আসলেই আর বসে থাকা যায় না। আমি ভয় য়ে আছি এরা পরের বার ক্ষমতায় আসলে কি করবে। বি এন পি, ভাই জামাত গো ছাড়, তোগো ভালার জন্যি কইতাছি, আগামি নির্বাচনে তোরা জিততে পারস যদি তোরা এই কাম টা করস। ভালা উপদেশ পাইতেও টাকা লাগে, এটা তো ফ্রি পাইতাসছ।

জামাত শিবির ভাই য়ে রা। আপ্নাগোরে আমার কিছু কবার নাই। খালি এটাই কইলাম, এটা যদি অহন আপ্নাগো পাকিস্তান হইতো তবে পাকিস্তান তরিকায় আপ্নাগো খালাস করতাম, আপ্নারা তো পাকি ইতিহাস ভালা মতোই জানেন নাকি? জয় বাংলা। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।