আমাদের কথা খুঁজে নিন

   

ম্যানেজমেন্ট পিছাইয়া গেলো - সেক্রেটারীর সালার চাকরী হইতেছে

যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে

এক সেক্রেটারীর সালাকে চাকুরী দেবার জন্য সেই সেক্রেটারীর বারংবার হুমকী-ধামকিতে অবশেষে ম্যানেজমেন্ট সিদ্ধান্ত বদল করতে বাধ্য হইলো। সেক্রটারীর সালা ১লা জুলাই জয়েন করবে। গত সাতদিন যাবত প্রতিদিন আমারে দশবার ফোন করে, প্রতিটা ফোনই আমি সুন্দভাবে কেটে দেই। তাকে চাকুরীতে নেয়া সম্ভব না, এই মেসেজ দেবার পরে তিনি হুমকি দিছিলেন যে তার সেক্রটারী দুলাভাই প্রধানমন্ত্রীর সাথে এ বিষয়ে কথা বলবে। শুইনা আমরা তখন বহুত হাসাহাসি কইরা বেটারে একটা রিগ্রেট লেটার পাঠাইয়া দিছিলাম।

এখন ম্যানেজমেন্ট পূর্বের ডিসিশন থেকে সইরা আসায় কিঞ্চিত বিপাকে পড়ছি। আগে একটা প্রজেক্টে নেয়ার চিন্তা হইছিলো কিন্তু এইবার তাকে আমাদের একটা ডিপার্টমেন্টে নেয়া হইতেছে। যুক্তি একটাই ঐ সেক্রেটারীর চাকুরী আরো বছর দুই/তিন আছে। ঘুইরা ফিইরা সে আমাদের বোর্ডের চেয়ারম্যানও হইতে পারে, মানে সেইরকম একটা সম্ভাবনা দেখা দিছেও। আমরা অবশ্য নিজেদের নিতম্ব সেভ করার কাজে ব্যস্ত।

সালার সাথে কোন বাজে ব্যবহারও করি নাই। তবে ভাবা হইতেছে সালাকে যাতে অফিসে না আসতে হয় সেই ব্যবস্থা করা হবে। মাস শেষে তার বাসায় গিয়া আমরা বেতন দিয়া আসবো। যদি এইভাবে এই সালার হাত থেকে অফিসের কিছুটা নিষ্কৃতি মেলে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.